![]() |
ছবি- প্রদ্যুৎ দত্ত
|
সার্বভৌম সমাচার, বনগাঁ ঃ ফিবছর বেশ সারম্বরেই পালিত হয় রবীন্দ্র জন্ম জয়ন্তী। এবারে লকডাউনের মধ্যে গৃহবন্ধী সকলে। তাই কচিকাচাদের নিয়েই বাড়ির উঠানে রবীন্দ্রজয়ন্তী পালন করলেন এলাকার মহিলারা।
এদিন এলাকার ছোট ছোট শিশুদের মধ্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে পরিচিত করতেই পাড়ার ছোট ছোট শিশুদের নিয়ে রবীন্দ্রনাথের ছবিতে মাল্যদান করে বাচ্চাদের হাতে খাতা পেন বই দিয়ে রবীন্দ্রজয়ন্তী পালন করল এলাকার মহিলারা। শুক্রবার সকালে খয়রামারি টাউন হল পাড়ায় শিশুদের নিয়ে রবীন্দ্রজয়ন্তীর আয়োজন করেছিলেন সোমাঞ্জনা মুন্সি। রবীন্দ্রজয়ন্তী পালনে উপস্থিত ছিলেন এলাকার মেয়েরা। সামাজিক দূরত্ব রেখে সমবেত রবীন্দ্র সংগীতের পরিবেশিত হয়।
এদিন এলাকার ছোট ছোট শিশুদের মধ্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে পরিচিত করতেই পাড়ার ছোট ছোট শিশুদের নিয়ে রবীন্দ্রনাথের ছবিতে মাল্যদান করে বাচ্চাদের হাতে খাতা পেন বই দিয়ে রবীন্দ্রজয়ন্তী পালন করল এলাকার মহিলারা। শুক্রবার সকালে খয়রামারি টাউন হল পাড়ায় শিশুদের নিয়ে রবীন্দ্রজয়ন্তীর আয়োজন করেছিলেন সোমাঞ্জনা মুন্সি। রবীন্দ্রজয়ন্তী পালনে উপস্থিত ছিলেন এলাকার মেয়েরা। সামাজিক দূরত্ব রেখে সমবেত রবীন্দ্র সংগীতের পরিবেশিত হয়।
সোমাঞ্জনা দেবী বলেন, "লকডাউন চলছে, অন্য বছরের মতন এবছর রবীন্দ্র জয়ন্তী সেভাবে পালন করতে পারলাম না। এলাকার ছোট ছোট বাচ্চাদের মধ্যে রবীন্দ্রনাথকে জানানোর জন্যই আজকে একত্রিত করে তাদের খাতা বই পেন দিলাম। তাদের জানালাম রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে”।
![]() |
ছবি- প্রদ্যুৎ দত্ত
|
অন্যদিকে, পুলিশের উদ্যোগে সম্পূর্ণ উত্তর ২৪ পরগণা জেলা জুড়ে পালিত হল রবীন্দ্র জন্ম জয়ন্তী। সেখানে যথাযথ সন্মানের সহিত রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করেন সকলে।
আরও খবর দেখুন--