সার্বভৌম সমাচার, বনগাঁ ঃ বৃহস্পতিবার সন্ধ্যার ঝড়বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হলো গাইঘাটা ব্লকের ফরিদকাঠি, বিষ্ণুপুর ও মাঠপাড়া এলাকায়। ভেঙে পড়েছে বেশকিছু বাড়ি। ঝড়ে উড়িয়ে নিয়ে গিয়েছে কয়েকটি বাড়ির টিন। বহু গাছ ঘরের উপর ভেঙে পড়েছে। এমনকি আহতও হয়েছে কয়েকজন৷
জানা গিয়েছে, বিষ্ণুপুর মাঠপাড়ার বাসিন্দা দিনমুজুর মোহন ঘোষের টিনের ঘর উড়ে গিয়ে গাছের ডালে ঝুলছে। ওই এলাকায় বেশ কয়েকটি ঘরের উপর গাছ উপড়ে পড়েছে। তাদের দাবী, এই লক ডাউনের মধ্যে কি করবেন তারা, কোথায় থাকবেন। কিছুই বুঝে উঠতে পরছেন না। খবর পেয়ে গ্রাম ঘুরে দেখেন পঞ্চায়ের প্রধান মিহির বিশ্বাস।তিনি ক্ষতি গ্রস্থ পরিবার গুলির পাশে থাকার কথা জানিয়েছেন।
জানা গিয়েছে, বিষ্ণুপুর মাঠপাড়ার বাসিন্দা দিনমুজুর মোহন ঘোষের টিনের ঘর উড়ে গিয়ে গাছের ডালে ঝুলছে। ওই এলাকায় বেশ কয়েকটি ঘরের উপর গাছ উপড়ে পড়েছে। তাদের দাবী, এই লক ডাউনের মধ্যে কি করবেন তারা, কোথায় থাকবেন। কিছুই বুঝে উঠতে পরছেন না। খবর পেয়ে গ্রাম ঘুরে দেখেন পঞ্চায়ের প্রধান মিহির বিশ্বাস।তিনি ক্ষতি গ্রস্থ পরিবার গুলির পাশে থাকার কথা জানিয়েছেন।
বিজ্ঞান ও যুক্তিবাদী মঞ্চের পক্ষ থেকে শুক্রবার সকালে ওই গ্রামে গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে মাস্ক ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। লকডাউনের কারনে মানুষ কাজকর্ম বন্ধ থাকায় এমনিতেই সমস্যায় রয়েছে। তারমধ্যে ঝড়ে ঘরবাড়ি ভেঙে যাওয়ায় মানুষ অসহায়ের মতো দিন কাটাচ্ছেন৷
বিজ্ঞান ও যুক্তিবাদী মঞ্চের রাজ্য সম্পাদক প্রদীপ সরকার বলেন, "প্রশাসন এখনই ক্ষতিগ্রস্ত মানুষগুলোকে সাহায্য না করলে অনাহারে দিন কাটাবেন। আমরা সাধ্যমত সাহায্য করলাম। কিন্তু প্রশাসনকে দ্রুত এগিয়ে আসতে হবে। ভবিষ্যতে আমরা আরও সাহায্য করব৷ প্রশাসনের পক্ষ থেকেও গ্রামের মানুষদের সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। ভিডিও বিব্রত বিশ্বাস বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হয়েছে। যারা আমাদের সঙ্গে যোগাযোগ করছে তাদেরই ত্রাণ ও ত্রিপল দেওয়া হচ্ছে।
বিজ্ঞান ও যুক্তিবাদী মঞ্চের রাজ্য সম্পাদক প্রদীপ সরকার বলেন, "প্রশাসন এখনই ক্ষতিগ্রস্ত মানুষগুলোকে সাহায্য না করলে অনাহারে দিন কাটাবেন। আমরা সাধ্যমত সাহায্য করলাম। কিন্তু প্রশাসনকে দ্রুত এগিয়ে আসতে হবে। ভবিষ্যতে আমরা আরও সাহায্য করব৷ প্রশাসনের পক্ষ থেকেও গ্রামের মানুষদের সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। ভিডিও বিব্রত বিশ্বাস বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হয়েছে। যারা আমাদের সঙ্গে যোগাযোগ করছে তাদেরই ত্রাণ ও ত্রিপল দেওয়া হচ্ছে।
আরও খবর দেখুন—