
সার্বভৌম সমাচার, বনগাঁ ঃ উত্তর ২৪ পরগনা জেলা বিজেপি সহ-সভাপতি দেবদাস মন্ডল এর নেতৃত্বে রেশন নিয়ে দুর্নীতির বিরুদ্ধে বনগাঁ বিডিও অফিসের সামনে থালা বাজিয়ে গলায় প্লাকার্ড ঝুলিয়ে বিক্ষোভ দেখাল বিজেপির কর্মী সমর্থকরা l খবর পেয়ে ঘটনাস্থলে আসে বনগাঁ থানার পুলিশ l সেখান থেকে বিজেপি নেতা দেবদাস মণ্ডলকে গ্রেপ্তার করতে চাইলে বিজেপির কর্মী সমর্থকদের গ্রেফতার করতে হবে বলে পুলিশ গাড়ি আটকে রাখে বিজেপির মহিলা কর্মীরা l যদিও পরবর্তীতে বিজেপি কর্মী সমর্থকদের গ্রেপ্তার না করে ফিরে যায় বনগাঁ থানার পুলিশ l
রাজ্য জুড়ে রেশন নিয়ে যে দুর্নীতি চলছে তারই প্রতিবাদ করতে গিয়ে বনগাঁ বিডিও অফিসের সামনে উত্তর ২৪ পরগনা জেলা বিজেপি সহ-সভাপতি দেবদাস মন্ডল বলেন, “সারা বাংলা জুড়ে তৃণমূলের চেয়ারম্যান, কাউন্সিলর, প্রধান, মেম্বার এই যে গরিব মানুষের চাল চুরি করে খাচ্ছে এবং আমাদের দাবী সমস্ত গরিব মানুষ যাদের রেশনকার্ড আছে ও যাদের রেশনকার্ড নেই তাদের ঘরে ঘরে চাল পৌঁছে দিতে হবে”।
রাজ্য জুড়ে রেশন নিয়ে যে দুর্নীতি চলছে তারই প্রতিবাদ করতে গিয়ে বনগাঁ বিডিও অফিসের সামনে উত্তর ২৪ পরগনা জেলা বিজেপি সহ-সভাপতি দেবদাস মন্ডল বলেন, “সারা বাংলা জুড়ে তৃণমূলের চেয়ারম্যান, কাউন্সিলর, প্রধান, মেম্বার এই যে গরিব মানুষের চাল চুরি করে খাচ্ছে এবং আমাদের দাবী সমস্ত গরিব মানুষ যাদের রেশনকার্ড আছে ও যাদের রেশনকার্ড নেই তাদের ঘরে ঘরে চাল পৌঁছে দিতে হবে”।
আরও খবর দেখুন—