রেশন নিয়ে দুর্নীতির বিরুদ্ধে বিডিও অফিসের সামনে বিক্ষোভ বিজেপির

রেশন নিয়ে দুর্নীতির বিরুদ্ধে বিডিও অফিসের সামনে বিক্ষোভ বিজেপির

সার্বভৌম সমাচার, বনগাঁ ঃ উত্তর ২৪ পরগনা জেলা বিজেপি সহ-সভাপতি দেবদাস মন্ডল এর নেতৃত্বে রেশন নিয়ে দুর্নীতির বিরুদ্ধে বনগাঁ বিডিও অফিসের সামনে থালা বাজিয়ে গলায় প্লাকার্ড ঝুলিয়ে বিক্ষোভ দেখাল বিজেপির কর্মী সমর্থকরা l খবর পেয়ে ঘটনাস্থলে আসে বনগাঁ থানার পুলিশ l সেখান থেকে বিজেপি নেতা দেবদাস মণ্ডলকে গ্রেপ্তার করতে চাইলে বিজেপির কর্মী সমর্থকদের গ্রেফতার করতে হবে বলে পুলিশ গাড়ি আটকে রাখে বিজেপির মহিলা কর্মীরা l যদিও পরবর্তীতে বিজেপি কর্মী সমর্থকদের গ্রেপ্তার না করে ফিরে যায় বনগাঁ থানার পুলিশ l

রাজ্য জুড়ে রেশন নিয়ে যে দুর্নীতি চলছে তারই প্রতিবাদ করতে গিয়ে বনগাঁ বিডিও অফিসের সামনে উত্তর ২৪ পরগনা জেলা বিজেপি সহ-সভাপতি দেবদাস মন্ডল বলেন, “সারা বাংলা জুড়ে তৃণমূলের চেয়ারম্যান, কাউন্সিলর, প্রধান, মেম্বার এই যে গরিব মানুষের চাল চুরি করে খাচ্ছে এবং আমাদের দাবী সমস্ত গরিব মানুষ যাদের রেশনকার্ড আছে ও যাদের রেশনকার্ড নেই তাদের ঘরে ঘরে চাল পৌঁছে দিতে হবে”।


আরও খবর দেখুন—







Post a Comment

Previous Post Next Post