
সার্বভৌম সমাচার ওয়েব ডেস্ক ঃ মা হয়েছেন কোয়েল মল্লিক। আর তা নিয়ে খুশির আমেজ টলিপাড়ায় । জানা গিয়েছে, মঙ্গলবার ভোরবেলা পুত্র সন্তানের জন্ম দিয়েছেন কোয়েল ও নিশপাল সিং। চিকিৎসকেরা জানিয়েছেন এখন ভালো আছেন কোয়েল ও তাঁর সন্তান। তবে সন্তানের কী নাম রাখবেন তা এখনও প্রকাশ করেননি নিসপাল সিং বা কোয়েল। নাতি হওয়ার আবেগে ভাসছেন দাদু রঞ্জিত মল্লিকও। একটি সংবাদ মাধ্যমের কাছে স্বাক্ষাৎকার দিয়ে বলেছেন, এর থেকে ভাল খবর আর কিছুই হতে পারে না।
আরও খবর পড়ুন--
কোয়েলকে শুভেচ্ছা জানিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, সহ আরও অনেকে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার ছেয়ে গেছে কোয়েলের মা হওয়ার খবর। দেখা যাচ্ছে, হাসপাতালের বেডে কোয়েলের পাশে ফুটফুটে সদ্যজাত। ঠিক তার পাশে দাঁড়িয়ে কোয়েলের প্রযোজক স্বামী নিশপাল।
আরও খবর পড়ুন—
ঋতুপর্ণা সেনগুপ্ত টুইট করেন, কোয়েল ও রাণের ফুটফুটে একটি পুত্র সন্তান হয়েছে। বাবা ও মা দুজনকেই অনেক শুভেচ্ছা। খুব ভালো থাকো এবং বাবা মা হিসেবে সামনে একটা দারুণ জীবন কাটুক। অনেক ভালোবাসা। আবির লিখছেন, সকালে উঠেই কী দারুণ একটা খবর।তাও আবার এই সুন্দর দম্পতির থেকে। অনেক অভিনন্দন কোয়েল ও নিশপালকে। অনেক ভালোবাসা আর খুদেকে আলিঙ্গন। শুভশ্রীও টুইট করেছেন, নতুন মা ও বাবা-কে অনেক অভিনন্দন। এছাড়াও ঐন্দ্রিলা, রুক্মিণী মৈত্র-সহ আরও অনেক তারকাই তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন।
নিজের সন্তানসম্ভবা হওয়ার খবর জানিয়েছিলেন অভিনেত্রী লিখিছিলেন, এক নতুন জীবনের হৃদস্পন্দন শুনছি আমার ভিতরে। গ্রীষ্মেই আসছে আমাদের সন্তান। আমরা অপেক্ষা করছি।
আরও খবর দেখুন--