পশ্চিমবঙ্গে একদিনে মদ বিক্রিতে ৪০ কোটি টাকা রাজস্ব লাভ

পশ্চিমবঙ্গে একদিনে মদ বিক্রিতে ৪০ কোটি টাকা রাজস্ব লাভ

বনগাঁর কালুপুর রিমঝিম বারে মদ কেনার জন্য অপেক্ষা রত মানুষের ভিড়। ছবি- প্রদ্যুৎ দত্ত
সার্বভৌম সমাচার ওয়েব ডেস্ক ঃ লকডাউনের ফলে প্রায় ৪০ দিন পর মদের দোকান খুলল রাজ্যে। আর এতেই যেন ধৈয্যের বাধ ভাঙ্গে সুরাপ্রেমীদের। সূত্রের খবর, এই একদিনেই রাজ্যের রাজস্ব লাভ হয়েছে ৪০ কোটি টাকা।

সোমবার মদের দোকান খোলার আগে থেকেই লম্বা লাইন পড়ে মদের দোকানের সামনে। আর প্রথম দিনেই মদ বিক্রিতে সমস্ত রেকর্ড ভেঙে দিল। সোশ্যাল ডিস্টেন্সিং তো দূরঅস্ত, মাস্কেরও বালাই ছিল না অধিকাংশ এলাকায়। এমনকি খোদ মুখ্যমন্ত্রীর পাড়াতেও। যদিও পরে পুলিশের হস্তক্ষেপে তা কিছুটা লাগামে আসে। তবে ভিড় সামাল দিতে নাজেহাল হতে হয় পুলিশকর্মীদেরও।

জানা গিয়েছে, সব রাজ্যকে টেক্কা দিয়ে মদ বিক্রির লাভে সেঞ্চুরি হাঁকিয়েছে উত্তরপ্রদেশ। যোগী রাজ্যে মদ বিক্রিতে রাজস্ব আয় ১০০ কোটি টাকা।


আরও খবর দেখুন—









Post a Comment

Previous Post Next Post