
উত্তম সাহা, বাগদা ঃ বিংশ শতাব্দীতেও ‘জাতের নামে বজ্জাতি’! ভাবতেই কেমন অবাক লাগে। কিন্তু বাস্তবে তেমনটাই চলছে উত্তর ২৪ পরগণা জেলার বাগদা থানার অন্তর্গত বাগদা পুরাতন বাজার এলাকায়। অভিযোগ, কালিপদ বিশ্বাস নামে এক রেশন ডিলার একটি সাদা কাগজে ভিন্ন ভিন্ন প্রকারে সম্প্রদায় অনুযায়ী তালিকা তৈরি করেছেন। শুধু তাই নয়; ওই রেশন দোকানের নির্ধারিত তারিখ অনুযায়ী আসলে তবেই মিলছে রেশন। যাতে যারপরনাই ক্ষুব্ধ এলাকার মানুষ।
আরও খবর পড়ুন-
রেশন নিয়ে দুর্নীতি চলছে রাজ্য জুড়ে । তার ভেতর নতুন সংযোজন; সম্প্রদায় ভাগ করে রেশন দেওয়ার অভিযোগ। আজ সকালে সেই অভিযোগ পেয়েই ওই রেশন ডিলারের দোকানে হানা দেন জেলা খাদ্য কর্মাধ্যক্ষ রতন ঘোষ। ওই রেশন ডিলার স্বীকারও করে নেন সম্প্রদায় ভাগ করে রেশন দেবার কথা।
কর্মাধ্যক্ষ রতন ঘোষ জানান, দুদিন ধরে খবর পাচ্ছিলাম তাই নিজে স্বশরীরে হানা দিলাম। এই ঘটনায় প্রশাসন কে জানানো হবে এবং জেলা শাসককেও জানানো হবে বলে। পাশাপাশি তিনি আরও বলেন শোকজ করা হবে ওই ডিলারকে। এই ধরনের কাজ চলতে পারে না ।
কর্মাধ্যক্ষ রতন ঘোষ জানান, দুদিন ধরে খবর পাচ্ছিলাম তাই নিজে স্বশরীরে হানা দিলাম। এই ঘটনায় প্রশাসন কে জানানো হবে এবং জেলা শাসককেও জানানো হবে বলে। পাশাপাশি তিনি আরও বলেন শোকজ করা হবে ওই ডিলারকে। এই ধরনের কাজ চলতে পারে না ।
আরও খবর পড়ুন-
অভিযুক্ত ওই ডিলার জানান, অঞ্চল থেকে জানানো হয়েছিল যেহেতু আদিবাসী সম্প্রদায় গরিব তাই তাদের আগে দেবার কথা এবং পরবর্তীতে এক এক করে দেওয়ার কথা। তাই ওই ধরনের পোষ্টার লাগানো হয়েছিল। আগামী দিনে আর হবে না। তবে রেশনে এই ধরনের সম্প্রদায় ভাগ আগে কখনো দেখেছে কিনা সন্দেহ আছে রাজ্যবাসী। স্বভাবতই সাধারণ মানুষের ভেতর ঘটনায় ক্ষোভ সৃষ্টি হয়।
আরও খবর দেখুন—