পেট্রাপোল কাস্টমস অফিসের গেটে তালা দিয়ে বিক্ষোভ বাসিন্দাদের



সার্বভৌম সমাচার, পেট্রাপোল ঃ কোয়াটার থাকা সত্ত্বেও প্রতিদিন যাতায়াত করছে কাস্টমস অফিসের কর্মচারীরা। আর তা থেকে ছড়াতে পারে করোনা সংক্রমণ। সেই আশঙ্কায় সোমবার সকালে জয়ন্তীপুরে অবস্থিত পেট্রাপোল কাস্টমস অফিস এবং রেসিডেন্সিয়াল কোয়াটারের গেটে তালা দিয়ে বিক্ষোভ করে স্থানীয় বাসিন্দারা l


আরও খবর পড়ুন—

এদিন যশোর রোডের উপরে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে বসে পড়ে মহিলারা l তাদের দাবি কাস্টমস অফিসের কর্মীরা এখানে থেকে অফিস করতে পারলে করুক, না হলে অফিস বন্ধ রাখতে হবে l তারা আরও দাবী করেন, কাস্টমস অফিস এবং রেসিডেন্সিয়াল কোয়াটার থাকা সত্ত্বেও কলকাতা থেকে প্রতিনিয়ত ও আসছে কাস্টমস অফিসের কর্মীরা l আর তা থেকে ছড়াতে পারে করোনা সংক্রমণ। গতকাল গাইঘাটা এলাকায় একজনের করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেছে। আর সেই গাইঘাটা থেকেই একজন এখানে আসেন। তাই আমাদের বিক্ষোভ। যদি কাস্টমস অফিসের তরফে আমাদের লিখিত দেন যে তাদের দ্বারা কেউ করোনা আক্রান্ত হবে না। তাহলেই তারা এই বিক্ষোভ থেকে বিরত হবেন।
">
পেট্রাপোল কাস্টমস অফিসের গেটে তালা দিয়ে বিক্ষোভ বাসিন্দাদের

আরও খবর পড়ুন—

পেট্রাপোল কাস্টমস অফিসের সুপারেনটেনডেন্ট জয়ন্ত কুমার মণ্ডল জানালেন, অফিস চালাতে সরকারি কর্মীরা বাইরে থেকে আসছে। তার প্রতিবাদে গ্রামবাসীরা অফিসের গেটে তালা দিয়ে দিয়েছিল।

পেট্রাপোল কাস্টমস অফিসের গেটে তালা দিয়ে বিক্ষোভ বাসিন্দাদের

যদিও এর পরবর্তিয়ে বনগাঁর এসডিপিও অশেষ বিক্রম ঘোষ দস্তিদার, পেট্রাপোল থানার ওসি ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেন। পুলিশ ঘটনার তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ায় তালা খুলে দেন গ্রামবাসীরাl



আরও খবর দেখুন—









Post a Comment

Previous Post Next Post