
সার্বভৌম সমাচার, বাগদা ঃ করোনা আবহে লকডাউনের ফলে গৃহবন্ধি এলাকার সাধারণ মানুষ। এবার তাদের পাশে দাঁড়িয়েছে উত্তর ২৪ পরগণার বাগদা থানার সিন্দ্রাণী আঞ্চলিক তৃণমূল কংগ্রেস। রবিবার নিত্য প্রয়োজনীয় ১২ রকমের খাদ্য সামগ্রী প্রায় ৫০০ পরিবারকে তুলে দেওয়া হয়েছে।
রবিবার সিন্দ্রানী হাই স্কুলের মাঠে বাজারের মত সাজিয়ে এলাকার সাধারণ মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়। সিন্দ্রাণী আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন ঘোষ বলেন, “এখন লকডাউনের সময় আমাদের এলাকার শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াতে পেরেছি। আগামীতে আরও চেষ্টা করব”।
আরও খবর দেখুন—