
সার্বভৌম সমাচার, বনগাঁ ঃ করোনা বিধ্বস্ত মানুষদের খাদ্য সামগ্রী তুলে দিল বনগাঁ পৌরসভা। রবিবার বিকালে ৮ নম্বর ওয়ার্ডের চাঁপাবেড়িয়া বিদ্যায়তন ক্লাব ময়দানে সামাজিক দূরত্ব রেখে লাইন দিয়ে দাঁড়িয়ে খাদ্য সামগ্রী প্রদান করা হয়। এদিন প্রায় ৪০০ পরিবারের মানুষ খাদ্য সামগ্রী সংগ্রহ করে। খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন বনগাঁ পৌরসভার সহ-সভাপতি অশোক চক্রবর্তীসহ এলাকার একাধিক ব্যক্তিত্ব।
আরও খবর--
আট নম্বর ওয়ার্ডে চাল বিতরণ শেষে অশোক চক্রবর্তী বলেন “বনগাঁ পৌরসভার চেয়ারম্যান শংকর আঢ্যের নেতৃত্বে ৮ নম্বর ওয়ার্ডের চাঁপাবেড়িয়া, কালিবাড়ি, প্রতাপগড়সহ বিভিন্ন এলাকার খেটে খাওয়া মেহনতী মানুষের পাশে দাঁড়ালাম”।
জানা গিয়েছে, করোনা আবহে প্রতিনিয়ত বনগাঁ পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন এলাকায় খাদ্য সামগ্রী প্রদানের ব্যবস্থা করা হচ্ছে।
জানা গিয়েছে, করোনা আবহে প্রতিনিয়ত বনগাঁ পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন এলাকায় খাদ্য সামগ্রী প্রদানের ব্যবস্থা করা হচ্ছে।
আরও খবর দেখুন—