
সার্বভৌম সমাচার, বনগাঁ ঃ ফের উত্তর ২৪ পরগণা জেলায় করোনায় আক্রান্তের খোঁজ মিলল। প্রথমে বসিরহাটে, তারপর অশোকনগরে এবারে গাইঘাটা থানার মাটিকুমরায়। জানা গিয়েছে, এক প্রাক্তন সেনা কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। নাম রঞ্জিত মজুমদার।
জানা গিয়েছে, প্রাক্তন ওই সেনাকর্মী কলকাতার বন্দরে কাজ করতেন। দিন কয়েক আগে অশোকনগর যে ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনিও ওই বন্দরে কাজ করতেন। এরা একসাথে যাতায়াত করত বলেও জানা গিয়েছে। অশোকনগরের ওই ব্যক্তির কাছ থেকেই ভাইরাস ছড়িয়েছে বলে অনুমান করা হচ্ছে। গত ২৩ তারিখে গাইঘাটার বাড়ি থেকে কাজে গিয়েছিল রঞ্জিত মজুমদার। তারপর সন্দেহভাবে তাকে খিদিরপুরে আইসোলেশনে রাখা হয়েছিল। বর্তমানে তিনি আলিপুর কমান্ডো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গিয়েছে। গতকাল যে রিপোর্ট এসেছে তাতে তার শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে৷
স্বাস্থ্য দপ্তর ও পুলিশ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সেনা কর্মীকে কোলকাতার হাসপাতালে ভর্তির পর থেকে তার বাড়ির লোকজনকে হোম কোয়ারাইন্টাইনে রাখা হয়েছে । ওই সেনা কর্মীর সঙ্গে এলাকার যাদের মেলামেশা ছিল তাদের সবাইকেই খোঁজা হচ্ছে ৷ এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। গোটা এলাকায় স্যানিটাইজ করা হয়েছে।
আরও খবর দেখুন—