সার্বভৌম
সমাচার, বনগাঁ ঃ পুরনো শত্রুতার জেরে যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এক যুবককে খুন
করার অভিযোগ উঠল উত্তর 24 পরগনার বাদুড়িয়া থানার ১১ নম্বর ওয়ার্ডের নগরপুর পূর্বপাড়া
এলাকায়। জানা গিয়েছে, মৃত যুবকের নাম নুর আলী মন্ডল।
অভিযোগ,
শুক্রবার গভীর রাতে অচেনা একটি নম্বর থেকে ফোন করে নুর আলী মন্ডল নামের ওই ব্যক্তিকে
বাড়ির বাইরে ডেকে আনে একদল দুষ্কৃতীরা। তারপর তারা ওই নুর আলী মন্ডলকে গাড়িতে করে
তুলে নিয়ে যায়। বেশ কিছুক্ষণ পর ওই যুবক বাড়িতে না ফেরায় বাড়ির লোকেরা খুঁজতে
বের হয়। তখন বাড়ির কিছুটা দূরেই গলায় গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তার মৃতদেহ
রাস্তার উপর পড়ে থাকতে দেখে যায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বাদুড়িয়া থানার পুলিশকে।
শনিবার দুপুরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের
পাঠায়। ঘটনার বিবরণ জানিয়ে পরিবারের লোকেরা শনিবার বিকেলে বাদুড়িয়া থানা লিখিত
অভিযোগ দায়ের করে। তবে কি কারণে বা কারা মেরেছে তা নিয়ে এখনও পরিষ্কারভাবে জানতে
পারেনি পুলিশ। তবে পরিবারের প্রাথমিক অনুমান, জায়গা জমি সংক্রান্ত পুরনো শত্রুতার
জেরে তাকে বাড়ি থেকে ডেকে খুন করা হয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে বাদুড়িয়া থানার
পুলিশ।
আরও খবর
দেখুন--