যুবক খুনে উসকে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার তৃণমূল উপপ্রধানসহ তিন

যুবক খুনে উসকে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার তৃণমূল উপপ্রধানসহ তিন

সার্বভৌম সমাচার, উওর ২৪ পরগনা ঃ ২০১৮ সালের ১৯ শে জুন, পঞ্চায়েত ভোটের আগে উপপ্রধান জয়নাল আবেদীন গাজীকে মারার চেষ্টা করেছিল কয়েকজন যুবক। শুধুমাত্র সন্দেহবশতই গত এপ্রিল মাসের ১০ তারিখে হিঙ্গলগঞ্জ থানার স্যান্ডেল বিল গ্রাম পঞ্চায়েত এলাকায় আশরাফ মোল্লাকে গণপিটুনি দিয়ে মেরে ফেলে বলে অভিযোগ মৃতের পরিবারের।

হিঙ্গলগঞ্জ ভেটকিয়া গ্রামে গণপিটুনিতে মৃত ওই যুবকের বৃদ্ধা মা জাহানারা বিবির অভিযোগ, উপপ্রধান জয়নাল পরিকল্পনা করে আশরাফকে পিটিয়ে মেরে ফেলেছিল। আর তার অভিযোগের ভিত্তিতে পুলিশ উপপ্রধান সহ তিনজনকে গ্রেপ্তার করে।

তখন অভিযোগ উঠেছিল, আশরাফ মোল্লাসহ কয়েকজন যুবক উপপ্রধানকে খুনের চেষ্টা করে। যদিও গ্রামবাসীর দাবী, পুরো ঘটনাটাই নাটক করেছিল পঞ্চায়েতের উপপ্রধান জয়নাল আবেদীন গাজী সহ বেশ কিছু গ্রামের মানুষ।

এই ঘটনায় ১১ই এপ্রিল তখন দুজনকে গ্রেফতার করেছিল পুলিশ। তাদের পুলিশ হেফাজত নেওয়ার পরে তদন্তে পুলিশ জানতে পারে, এই খুনের পিছনে মূল মাথা ছিল উপপ্রধান জয়নাল আবেদীন গাজী ।


আরও খবর পড়ুন

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এরপর হিঙ্গলগঞ্জ এর বিধায়ক দেবেশ মন্ডলের কাছে স্মারকলিপি দেন মৃত যুবকের পরিবারের লোক। যুবকের পরিবার ও গ্রামবাসীরা মূল অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি জানিয়ে বিক্ষোভও দেখান এলাকায়।

গ্রামবাসীরা দাবি করে, উপপ্রধান সম্পূর্ণ গেমপ্ল্যান তৈরি করেই যুবকদের গাছে বেঁধে মারধর করে, মটরসাইকেল ভাঙচুর করে। তারপর পরিকল্পনা করে মৃত যুবকের হাতে, আগ্নেয়াস্ত্র তুলে দেয় বলে অভিযোগ।

এরপর পুলিশ তদন্ত শুরু করলে ২৮ দিনের মাথায় জানতে পারে, গণধোলাই দিয়ে যুবক খুনের কিনারা করল পুলিশ। আজ ভোররাতে ইমামগঞ্জ কাটাখালি ইটভাটা এলাকা থেকে জয়নাল গাজী, সঞ্জু গাজী সহ আরো একজনকে গ্রেপ্তার করে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। জানা গিয়েছে, এদের বিরুদ্ধে খুনের অভিযোগ এবং অন্যায় ভাবে মোটরসাইকেল ভাঙচুর, গ্রামবাসীদের উসকে দেওয়ার কয়েকটি অভিযোগ রয়েছে। পুলিশ মূল অভিযুক্ত তৃণমূলের উপপ্রধান জয়নাল আবেদীন গাজী সহ তিনজনকে গ্রেপ্তার করেছিল। এই নিয়ে আশরাফ খুনে মোট ৫ জন গ্রেপ্তার হলো।


আরও খবর দেখুন--










Post a Comment

Previous Post Next Post