বিনামূল্যের হাটে ১৬ পদের জিনিস মিলল দুঃস্থ মানুষের

বিনামূল্যের হাটে ১৬ পদের জিনিস মিলল দুঃস্থ মানুষের

সার্বভৌম সমাচার, বনগাঁ ঃ চলছে ল্যাকডাউনের তৃতীয় ধাপ l আর এই মুহূর্তে খাদ্য সমস্যায় ভুগছে নিম্নবিত্ত দিনমজুর l সেই দুঃস্থ মানুষের কথা ভেবে খাদ্য সামগ্রী বিলি করার জন্য হাটের ব্যবস্থা করল উত্তর ২৪ পরগনা হেলেঞ্চা সবুজ সংঘ l ফাঁকা ব্যাগ নিয়ে হাটে এলেই ভরছে ব্যাগ l ক্লাব প্রতিষ্ঠানের  দেওয়া খাদ্যসামগ্রীতে চলবে এক সপ্তাহ l ১৬ পদের খাদ্য সামগ্রী বিলি করতে শনিবার সকালে হাট বসিয়েছিল সবুজ সংঘ l ১২০ টি পরিবার বিনামূল্যের হাট থেকে ব্যাগ ভরে বাজার করলেন l আজকে হাট থেকে ডাল, আলু, পটল, কুমড়ো, লাউ, কুন্দ্রি,  ডিম, সয়াবিন,  পিঁয়াজ, লঙ্কা, তেল, দুধ, বিস্কুট, মুড়ি, সাবান, লবণ বিনামূল্যে দেওয়া হয় l

বিনামূল্যে হাট করতে আসা মিতা মজুমদার নামে এক গৃহবধু জানান, “লকডাউন এর ফলে কাজ নেই। তাই সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হেলেঞ্চা সবুজ সংঘ এই উদ্যোগ নিয়েছে l আর তাদের এই উদ্যোগের ফলেই আমাদের খাবার জুটছে l

হেলেঞ্চা সবুজ সংঘের সম্পাদক প্রবীর কীর্তনীয়া জানালেন, লকডাউন এর ফলে দুঃস্থ মানুষদের খাদ্য সামগ্রী তুলে নেওয়ার জন্য বিনামূল্যে হাটের ব্যবস্থা করেছিলাম আমরা l আজকের এই বিনামূল্যে হাট থেকে ১২০ টি পরিবার খাদ্য সামগ্রী বিনামূল্যে গ্রহণ করে l


 আরও খবর দেখুন--










Post a Comment

Previous Post Next Post