
ছবি- প্রদ্যুৎ দত্ত
সার্বভৌম সমাচার, বনগাঁ ঃ করোনা আবহে দেশজুড়ে চলছে লকডাউনের তৃতীয় ধাপ l আর এই মুহূর্তে খাদ্য সমস্যায় ভুগছে নিম্নবিত্ত দিনমজুর l সেই সমস্ত দুঃস্থ মানুষের কথা ভেবে তাদের কমিউনিটি কিচেনের মাধ্যমে একবেলা খাবারের ব্যবস্তা করতে এগিয়ে এল বনগাঁর তৃণমূল কংগ্রেস।
বনগাঁ পৌরসভার চেয়ারম্যান শঙ্কর আঢ্য বলেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি ও সাংসদ অভিষেক বন্ধ্যোপাধ্যায় এর নির্দেশে এই কমিউনিটি কিচেনের ব্যবস্থা করেছে তৃণমূল কংগ্রেস। প্রতিদিন ৫ হাজার করে মানুষকে আগামী ১০দিন ডিমভাত দেওয়া হবে। জানা গিয়েছে, লকডাউন পরিস্থিতিতে যাতে সাধারণ মানুষ ঘর থেকে কেউ বের না হন সে কারনেই এই উদ্যোগ। কমিউনিটি কিচেনের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ যাদের প্রয়োজন তাদের প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে খাবার দেবেন বলেও জানা গিয়েছে।
বনগাঁ পৌরসভার চেয়ারম্যান শঙ্কর আঢ্য বলেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি ও সাংসদ অভিষেক বন্ধ্যোপাধ্যায় এর নির্দেশে এই কমিউনিটি কিচেনের ব্যবস্থা করেছে তৃণমূল কংগ্রেস। প্রতিদিন ৫ হাজার করে মানুষকে আগামী ১০দিন ডিমভাত দেওয়া হবে। জানা গিয়েছে, লকডাউন পরিস্থিতিতে যাতে সাধারণ মানুষ ঘর থেকে কেউ বের না হন সে কারনেই এই উদ্যোগ। কমিউনিটি কিচেনের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ যাদের প্রয়োজন তাদের প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে খাবার দেবেন বলেও জানা গিয়েছে।
আরও খবর দেখুন--