দেশে আনলক-ওয়ান হওয়ার পর থেকেই ব্যক্তিগত ও সামাজিক আচরণে অবহেলা বাড়ছে

দেশে আনলক-ওয়ান হওয়ার পর থেকেই ব্যক্তিগত ও সামাজিক আচরণে অবহেলা বাড়ছে

সার্বভৌম সমাচার : আজ জাতীর উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা ভাইরাসের সংকট নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বলেন, “দেশে আনলক-ওয়ান হয়েছে, তাই ব্যক্তিগত এবং সামাজিক আচরণেও অবহেলা বাড়ছে। অথচ, পূর্বে আমরা মাস্কিং সম্পর্কে খুব সতর্ক ছিলাম, দুই গজ দূরত্ব বজিয়ে রেখেছিলাম, দিনে ২০ সেকেন্ডের জন্য বেশ কয়েকবার হাত ধুয়েছিলাম”।

প্রধানমন্ত্রী আরও বলেন, লকডাউন চলাকালীন নিয়মগুলি অত্যন্ত গুরুত্ব সহকারে অনুসরণ করা হয়েছিল। এখন কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, এবং নাগরিকদের আবার একই সতর্কতা দেখাতে হবে। কনটেইনমেন্ট জোনটিতে আমাদের অনেক বেশি মনোযোগ দিতে হবে। যে লোকেরা কোনও নিয়ম মানছে না, তাদের বাধা দিয়ে সতর্কতা সম্পর্কে ব্যাখ্যা করতে হবে।
আরও পড়ুন--

এদিন নমো আরও বলেন, লকডাউনের সময় দেশে এমন পরিস্থিতি যেন না যাতে যে কোনও দরিদ্র ব্যক্তির বাড়িতে উনুন না জ্বলে। কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, নাগরিক সমাজের মানুষ আরও হোন এবং যদিও সকলেই যথাসাধ্য চেষ্টা করেছে যাতে দেশে আমাদের দরিদ্র ভাই-বোনেরা কেউ যেন ক্ষুধার্ত না থাকে।

প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সঠিক সময়ে দেশে লকডাউন হওয়ার কারণে আমরা সঠিক ভাবে সঙ্কটের বিরুদ্ধে লড়াই করতে পেরেছি।


করোনা সংক্রমণের ফলে লকডাউন চলাকালীন সরকারের ভূমিকা নিয়ে বলতে গিয়ে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, গত তিন মাসে ৩২ হাজার কোটি টাকা সরাসরি ২০ কোটি দরিদ্র পরিবারের জন ধন অ্যাকাউন্টে জমা হয়েছে। এই সময়ে, ৯ হাজারেরও বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ১৮ হাজার কোটি টাকা জমা পড়েছে। ভারতে ৮০ কোটিরও বেশি লোককে ৩ মাসের জন্য বিনামুল্যে রেশন দেওয়া হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী আরও বলেন, আমেরিকার মোট জনসংখ্যার তুলনায় ভারতের জনসংখ্যা আড়াই গুণ বেশি, ব্রিটেনের জনসংখ্যার চেয়ে দ্বিগুণ এবং ইউরোপীয় ইউনিয়নের জনসংখ্যার দ্বিগুণেরও বেশি লোককে বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ আন্না যোজনা এখন নভেম্বর শেষে বাড়ানো হয়েছে।
আরও পড়ুন--

গরিব কল্যাণ যোজনার বিষয়ে নরেন্দ্র মোদী বলেন, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ আন্না যোজনা সম্প্রসারণে ৯০ হাজার কোটি টাকারও বেশি অর্থ ব্যয় হবে। অথচ গত তিন মাসের খরচ ধরলে তা বেড়ে দাঁড়ায় প্রায় দেড় লাখ কোটি টাকা। এখন পুরো ভারতের জন্য একটি রেশন কার্ডের ব্যবস্থা করা হচ্ছে, অর্থাৎ, একটি জাতি, একটি রেশন কার্ড ।

গরিব কল্যাণ যোজনার বিষয়ে নরেন্দ্র মোদী বলেন, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ আন্না যোজনা সম্প্রসারণে ৯০ হাজার কোটি টাকারও বেশি অর্থ ব্যয় হবে। অথচ গত তিন মাসের খরচ ধরলে তা বেড়ে দাঁড়ায় প্রায় দেড় লাখ কোটি টাকা। এখন পুরো ভারতের জন্য একটি রেশন কার্ডের ব্যবস্থা করা হচ্ছে, অর্থাৎ, একটি জাতি, একটি রেশন কার্ড ।

আরও দেখুন--

Post a Comment

Previous Post Next Post