বাদুড়িয়ায় করোনা প্রহরা কেন্দ্র গড়ে তুলল এক দল যুবক

বাদুড়িয়ায় করোনা প্রহরা কেন্দ্র গড়ে তুলল এক দল যুবক

সার্বভৌম সমাচার, উওর ২৪ পরগনা : তাদের গেঞ্জির গায়ে লেখা আছে করোনা কে ভয় পাবেন না, সতর্ক থাকুন, আমরা আমাদের পাশে আছি। করোনা আক্রান্তদের পাশে কোভিড ক্লাব, এ এক অভিনব উদ্যোগ নিল বসিরহাট মহাকুমা বাদুড়িয়া রামচন্দ্রপুর পঞ্চায়েতের একদল যুবক।

সুজন, শুভজিৎ, সুজিত, ইন্দ্রজীত, ও চন্দন সহ কুড়ি জন যুবক মিলে তৈরি হল কোভিড ক্লাব। সরকারি ও বেসরকারি শিক্ষিত স্থানীয় কুড়ি জন যুবক মিলে এই উদ্যোগ নিয়েছেন। প্রথমে মাইকিং প্রচার গ্রামে গ্রামে তারপরে আক্রান্ত রোগীদের হাসপাতালে পাঠানো এবং বাড়ির বিভিন্ন সামাজিক পরিষেবা দিতে দোরগোড়ায় পৌঁছে যাবে এই ক্লাব। দিন‌ও রাত্রে করোনা পাহারাদার হিসেবে এই যুবকরা কাজ করবে, সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে।


আরও পড়ুন--

তারা এই মহামারীর সময় অসহায় মানুষের পাশে দাঁড়াতে বাংলার এক দল যুবকরা এগিয়ে আসলো। এর মধ্যে যেমন শিক্ষিত বেকার যুবক রয়েছে, তেমন রয়েছে বেসরকারি ও সরকারি কর্মী। সবমিলিয়ে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বাদুড়িয়ার মানুষ। প্রতিদিন সকাল থেকে শুরু করে দিবা রাত্র মোবাইল ভ্যানে যেমন প্রচার চলবে,তেমনি যোগাযোগ করার জন্য একাধিক মোবাইল নাম্বার দেয়া থাকবে।

ওই যুবকদের কাজ, কোন ব‍্যাক্তি করোনা রোগে আক্রান্ত হলে, সেই রোগীদের বাড়িতে বাইকে করে বাড়ির দরজার সামনে দাড়িয়ে পড়বে। সব মিলিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে এই কঠিন মহামারীর সময় এগিয়ে এসেছে এই যুবকরা।এই যুবক দের পাশে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছে আমজনতা।


আরও পড়ুন--

একটাই উদ্দেশ্য একদিকে সংক্রমণ কমাতে হবে, অন্যদিকে মৃত্যু যাতে না হয়,এবং মনুষ যেন আতঙ্ক গ্রস্ত না হয়ে যায়, তার জন্য সবরকম পরিষেবা দিতে তৈরি। ঠিকমতো স্বাস্থ্য পরিষেবা দেবে মোবাইলের মাধ্যমে, দ্রুত তাদের বাড়িতে পৌঁছে গিয়ে তাদেরকে দ্রুত হাসপাতালে পৌঁছানোর পাশাপাশি গাড়ির ব্যবস্থা থেকে শুরু করে সব রকম ব্যবস্থা তারা করবে। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার মানুষ।

আরও দেখুন--

Post a Comment

Previous Post Next Post