সার্বভৌম সমাচার, দক্ষিণ 24পরগনা : হুগলি নদীতে ডুবে গেল এক ভারতীয় পণ্যবাহী বার্জ। দুপুরের জোয়ারে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবারের হুগলি নদীতে ডুবে যায় ওই ভারতীয় পণ্যবাহী বার্জ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সাগর থেকে ভারতীয় একটি পণ্যবাহী বার্জ আড়াই হাজার টন কয়লা নিয়ে জল পথে কলকাতা ডকের দিকে যাচ্ছিল। বার্জটি ডায়মন্ডহারবারে হুগলি নদীতে যাওয়ার সময় হঠাৎই হলদিয়া কুর্বাহাটির মাঝে নদীর চরে ধাক্কা লেগে বার্জটির মাঝ বরাবর ভেঙে যায়।
এরপর নদীর জোয়ারের জল আসতে আসতে বাড়তে থাকলে বার্জটি হুগলি নদীতে তলিয়ে যেতে থাকে। এদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী। কিভাবে এমন ঘটনা ঘটলো সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ।
আরও দেখুন--
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সাগর থেকে ভারতীয় একটি পণ্যবাহী বার্জ আড়াই হাজার টন কয়লা নিয়ে জল পথে কলকাতা ডকের দিকে যাচ্ছিল। বার্জটি ডায়মন্ডহারবারে হুগলি নদীতে যাওয়ার সময় হঠাৎই হলদিয়া কুর্বাহাটির মাঝে নদীর চরে ধাক্কা লেগে বার্জটির মাঝ বরাবর ভেঙে যায়।
আরও পড়ুন--
এরপর নদীর জোয়ারের জল আসতে আসতে বাড়তে থাকলে বার্জটি হুগলি নদীতে তলিয়ে যেতে থাকে। এদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী। কিভাবে এমন ঘটনা ঘটলো সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ।
আরও দেখুন--
Tags:
জেলার খবর