সার্বভৌম সমাচার, দক্ষিণ 24পরগনা : লুকিয়ে পরিযায়ী পাখি মারার অভিযোগে পাঁচ ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের সকলের বাড়ি দক্ষিণ ২৪ পরগনা বাসন্তী থানা এলাকায়। বৃহস্পতিবার সকলকে আলিপুর আদালতে তোলা হয়েছে।
জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় নদীতে ও সুন্দরবনের জঙ্গল লাগোয়া এলাকাগুলিতে লুকিয়ে বিভিন্ন রকমের পাখি শিকার করছিল কয়েকজন যুবক। এরপর খবর পেয়ে বিদ্যা রেঞ্জের বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে যায়।
পাখি মারার সময় হাতেনাতে ওই ৫ যুবককে গ্রেফতার করে বনদপ্তর। রেঞ্জ অফিসের অদূরে বালি দ্বীপ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। তারপর তাদেরকে তুলে দেওয়া হয় গোসাবা থানার হাতে। ধৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণ আইনে মামলা রুজু করা হয়েছে।
আরও পড়ুন--
উল্লেখ্য ধৃতদের কাছ থেকে বনদপ্তর ৫০ টি বক, পানকৌড়ি, সাইবেরিয়ান হাঁস পাখি সহ অন্যান্য মৃত পাখি উদ্ধার করেছে। মূলত বিশেষ পদ্ধতিতে তৈরি চাম গুলতি ব্যবহার করে এই সব পাখিগুলো শিকার করে ওই পাঁচ যুবক।
ধৃতরা জানান, এই সমস্ত পাখিগুলোকে তারা মেরে এলাকায় বিক্রি করে। যথেষ্ট ভাল দাম পায় এই পাখি গুলি বিক্রি করে। মাংসের জন্য কেনা হয়।
আরও দেখুন--