সার্বভৌম সমাচার, বসিরহাট : রাতের অন্ধকারে বন্ধুকে তুলে নিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল বন্ধুর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট মহাকুমার হাসনাবাদ থানার দশমতলা এলাকায়।
অভিযোগ, গত বুধবার রাত্র এগারোটা নাগাদ পাটলি খানপুরের সামিউল গাজী নামে ২৩ বছরের এক যুবককে পাওনা টাকা দেওয়ার নাম করে তারই এক বন্ধু আসাদুল্লাহ গাজী ডেকে নিয়ে যায়। অভিযোগ, এরপর মোটরবাইকে করে তাকে পাশের গ্রামের দশমতলা এলাকায় নিয়ে গিয়ে রাতের অন্ধকারে মুখে কালো কাপড়ে ঢাকা অন্য দুই দুষ্কৃতী আসাদুল্লাহ গাজীর মোটরসাইকেল থেকে নামা মাত্রই সামিউলের গলায়, বুকে একাধিকবার ক্ষুর মেরে তাকে খুনের চেষ্টা করে বলে অভিযোগ।
এরপর সামিউল গাজীর চিৎকার-চেঁচামেচিতে দুষ্কৃতীরা পালিয়ে যায় এবং আসাদুল্লাহ গাজী তার মোটরবাইক নিয়ে চম্পট দেয়। এলাকার লোকজন সামিউল গাজীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে টাকি গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। সামিউল গাজীকে চক্রান্ত করে খুনের চেষ্টা করে বলে অভিযোগ ওই যুবকের পরিবারের।
অন্যদিকে এই বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে হাসনাবাদ থানার পুলিশ। ওই ঘটনায় আসাদুল্লাহ গাজীসহ মোট তিনজনের বিরুদ্ধে হাসনাবাদ থানায় অভিযোগ দায়ের করেছে আক্রান্ত তৃণমূল কর্মীর পরিবার। পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
অভিযোগ, গত বুধবার রাত্র এগারোটা নাগাদ পাটলি খানপুরের সামিউল গাজী নামে ২৩ বছরের এক যুবককে পাওনা টাকা দেওয়ার নাম করে তারই এক বন্ধু আসাদুল্লাহ গাজী ডেকে নিয়ে যায়। অভিযোগ, এরপর মোটরবাইকে করে তাকে পাশের গ্রামের দশমতলা এলাকায় নিয়ে গিয়ে রাতের অন্ধকারে মুখে কালো কাপড়ে ঢাকা অন্য দুই দুষ্কৃতী আসাদুল্লাহ গাজীর মোটরসাইকেল থেকে নামা মাত্রই সামিউলের গলায়, বুকে একাধিকবার ক্ষুর মেরে তাকে খুনের চেষ্টা করে বলে অভিযোগ।
আরও পড়ুন--
এরপর সামিউল গাজীর চিৎকার-চেঁচামেচিতে দুষ্কৃতীরা পালিয়ে যায় এবং আসাদুল্লাহ গাজী তার মোটরবাইক নিয়ে চম্পট দেয়। এলাকার লোকজন সামিউল গাজীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে টাকি গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। সামিউল গাজীকে চক্রান্ত করে খুনের চেষ্টা করে বলে অভিযোগ ওই যুবকের পরিবারের।
অন্যদিকে এই বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে হাসনাবাদ থানার পুলিশ। ওই ঘটনায় আসাদুল্লাহ গাজীসহ মোট তিনজনের বিরুদ্ধে হাসনাবাদ থানায় অভিযোগ দায়ের করেছে আক্রান্ত তৃণমূল কর্মীর পরিবার। পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
আরও দেখুন--
Tags:
জেলার খবর