৫০টি-র বেশি খুন, কিডনি পাচার, অপহরণ সহ আরও একাধিক অভিযোগে গ্রেপ্তার বিহারের কুখ্যাত 'সিরিয়াল কিলার' দেবেন্দ্র

৫০টি-র বেশি খুন, কিডনি পাচার, অপহরণ সহ আরও একাধিক অভিযোগে গ্রেপ্তার বিহারের কুখ্যাত 'সিরিয়াল কিলার' দেবেন্দ্র

সার্বভৌম সমাচার : ১৯৮৪ সালে বিহারের সিওয়ান থেকে আয়ুর্বেদে ডিগ্রি অর্জন করে দেবেন্দ্র শর্মা (৬২) জয়পুরে একটি ক্লিনিক খোলে। ক্লিনিক না চলায় বাধ্য হয়ে ১৯৯২ সালে গ্যাস ডিলারশিপ প্রকল্পে এগারো লক্ষ টাকা বিনিয়োগ করে। সেখানেও চরম ক্ষতির মুখে পড়ে দেবেন্দ্র। এমতো আবস্থায় প্রতারণার পথ বেছে নেয় সে।

২০০২ থেকে ২০০৪ সালের মধ্যে একই কায়দায় প্রায় ডজন খানেক খুন করে সে। কখনও ট্যাক্সি ড্রাইভার তো কখনও ট্রাকচালক সেজে দিল্লির নির্জন রাস্তায় একাধিক খুন করে। খুনের কায়দা দেখে পুলিশ নিশ্চিত হয় যে খুনি একজনই। এই সিরিয়াল কিলারকে ধরতে পুলিশের বেশ সময় লেগে যায়।

আরও পড়ুন--


পেশায় আয়ুর্বেদ চিকিত্‍‌সক দেবেন্দ্র শর্মা শুধু খুন নয়, তার বিরুদ্ধে বেআইনি গ্যাস ব্যবসা, অপহরণ, বেআইনি কিডনি চক্রের সঙ্গে জড়িত থাকার একাধিক অভিযোগ ওঠে।

সিরিয়াল কিলার' দেবেন্দ্রকে ২০০৪ সালে কিডনি চক্র চালানর দায়ে গুরুগ্রাম থেকে গ্রেফতার করা হয়। অন্তত ১২৫ অবৈধ কিডনি প্রতিস্থাপনের সঙ্গে দেবেন্দ্রর নাম জড়ায় প্যারোলের সুযোগ নিয়ে গত জানুয়ারিতে ফেরার হয়ে যায় দেবেন্দ্র। এরপর দিল্লির বাপরোলে বিয়ে করে সংসার পাতে সে। দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা ছ'মাস পর তাঁকে আবার গ্রেফতার করে।

জেরার দেবেন্দ্র জানিয়েছে সে খুন করে দেহ দিল্লি সংলগ্ন একটি খালে ফেলে দিতো। সেখানে দেহ কুমির খেয়ে নেওয়ায় কোনও সূত্র মিলত না।


আরও দেখুন--

Post a Comment

Previous Post Next Post