বসিরহাট জেলা পুলিশের বড় সাফল্য, খোঁজ মিলল জাল ফেনসিডিল তৈরির কারখানার, গ্রেপ্তার ২ উদ্ধার ৩০ লক্ষ টাকার তরল মাদক

বসিরহাট জেলা পুলিশের বড় সাফল্য, খোঁজ মিলল জাল ফেনসিডিল তৈরির কারখানার, গ্রেপ্তার ২ উদ্ধার ৩০ লক্ষ টাকার তরল মাদক

সার্বভৌম সমাচার, বসিরহাট :উওর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার বসিরহাট থানার গোটরা গ্রামে ফেনসিডিল তৈরি করার এক কারখানার হদিশ পেল বসিরহাট পুলিশ জেলার পুলিশ আধিকারিকেরা।

গতকাল সন্ধ্যেবেলা আচমকাই পুলিশ জেলার পুলিশ সুপার কঙ্কর প্রসাদ বারুই, এসডিপিও অভিজিৎ সিনহা মহাপাত্র এর নেতৃত্বে একদল পুলিশ গিয়ে এই জাল ফেনসিডিল তৈরি করার কারখানা আচমকাই হানা দিয়ে জাল মাদকদ্রব্য বাজেয়াপ্ত করে পুলিশ। উদ্ধার হয়েছে প্রচুর নকল ফেনসিডিল। এছাড়াও উদ্ধার হয়েছে ফেনসিডিল তৈরি করার নকল স্টিকার, কুড়ি লিটারের ৪০ বারেল মাদক তৈরি করার কাঁচা রমাল, দুটো ফেনসিডিল বানানোর মেশিন, প্রচুর নকল ফেনসিডিলের বোতল, সঙ্গে প্রচুর নকল স্টিকার ও খালি বোতল। পুলিশ পিন্টু দাস, রাধেশ্যাম দাস নামে দুই ফেনসিডিল বানানো জাল কারবারিকে হাতে নাতে পাকড়াও করেছে।



আরও পড়ুন--


দীর্ঘদিন ধরে গোটরা গ্রামে নিজের বাড়িতে বেশ কয়েক বছর ধরে এই জাল রমরমা ব্যবসা চালাচ্ছিল দুই অভিযুক্ত। এদের বিরুদ্ধে সীমান্ত পাচারের সঙ্গে আন্তঃদেশীয় মাদকপাচার সঙ্গে যুক্তর পাশাপাশি অন্যান্য দেশের সঙ্গে এদের পাচার চক্রের যোগাযোগ আছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। কাঁচা রমাল, মেশিন ও তরল মাদক সহ প্রায় ৩০ লক্ষ টাকার কাঁচামাল বাজেয়াপ্ত করেছে পুলিশ। ইতিমধ্যে ওই দুই জাল কারবারিকে বারাসত জেলা আদালতে তোলা হয়েছে।

আরও দেখুন--


Post a Comment

Previous Post Next Post