
সার্বভৌম সমাচার, জম্মু ও কাশ্মীর : আজ সকালে কাশ্মীরের একটি এনকাউন্টার সাইটের বেদনাদায়ক ছবি সামনে এসেছে। জানাগিয়েছে, বুধবার সকালে জঙ্গিরা কাশ্মীরের সোপোরে নিরাপত্তা বাহিনীর টহলদারী ভ্যান লক্ষ্য করে আচমকা হামলা করে। এরপর উভয়পক্ষ থেকে গুলি চালানো হয়। সন্ত্রাসীরা সিআরপিএফ জওয়ানদের লক্ষ্য করে গুলি চালালে একটি ৩ বছরের শিশুর সামনে তার দাদুর মৃত্যু হয়েছে।
আরও পড়ুন--
জানা গিয়েছে, যখন সন্ত্রাসী ও সিআরপিএফ জওয়ানদের হামলা চলছিল তখনই শ্রীনগর থেকে হান্দোয়াড়া যাওয়ার জন্যে ওই পথ দিয়েই মৃত ওই ব্যক্তি তাঁর নাতিকে সঙ্গে নিয়ে একটি চারচাকার গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু সন্ত্রাসী হামলার কবলে পড়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। তাঁর সঙ্গে থাকা মাত্র বছর তিনেকের নাতিটি তখনও বুঝতেই পারেনি তার দাদুর মৃত্যু হয়েছে। সে রক্তে মাখামাখি দাদুর শরীর ধরে টানাটানি শুরু করতে শুরু করে। বেশ কিছুক্ষণ ডাকাডাকির পরেও যখন দাদুর সাড়া মেলেনি তখন ভয়ে অজ্ঞান হয়ে পড়ে শিশুটি। এরপর উপস্থিত পুলিশ দলের এক সদস্য শিশুটিকে কোলে তুলে নিয়ে গিয়ে এনকাউন্টার সাইট থেকে তাকে আলাদা করে দেন। শিশুটি বর্তমানে সুস্থ্য আছে বলে জানা গিয়েছে।
আরও দেখুন--