
সার্বভৌম সমাচার : সত্তরোর্ধ্ব বৃদ্ধ এবং বৃদ্ধার বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে চুরি করতে এসে ধারালো অস্ত্র দিয়ে বৃদ্ধকে কোপানোর পাশাপাশি বৃদ্ধার স্ত্রীকেও এলোপাতাড়ি মারধর করলো প্রতিবেশী এক দুষ্কৃতী যুবক। ওই বৃদ্ধ এবং বৃদ্ধার থেকে টাকা পয়সার কিছু না পাওয়ায় তাদের দুটি মোবাইল ফোন নিয়ে চম্পট দেয় দুষ্কৃতী। মোবাইল দুটি দাম ৮০০০ টাকা। ঘটনাটি ঘটেছে দেগঙ্গার কলসুর গ্রাম পঞ্চায়েত তরফদার পাড়া এলাকায়।
সূত্রে খবর, আক্রান্ত ওই বৃদ্ধার নাম কৃষ্ণা চক্রবর্তী ও তার স্বামী অনাদি প্রসাদ চক্রবর্তী। ওই বাড়িতে শুধুমাত্র দু’জনেই থাকতেন। জানা যায়, মঙ্গলবার রাত বারোটা নাগাদ তাদের ছাদের সিঁড়ির ঘরের দরজা ভেঙে ওই দুষ্কৃতী ভিতরে প্রবেশ করে। ঘরের মধ্যে তান্ডব চালাতে থাকে টাকা পয়সা নেওয়ার উদ্দেশ্যে। সেই সময় শব্দে ঘুম ভেঙে যায় বৃদ্ধ এবং বৃদ্ধার। ঘুম থেকে উঠে প্রতিবেশী ওই দুষ্কৃতী যুবককে দেখে তারা চিনতে পারে।
আরও পড়ুন--
এরপর বৃদ্ধ চিৎকার-চেঁচামেচি করে পাড়ার লোকদের ডাকার চেষ্টা করেন সেই সময় দুষ্কৃতী তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে বৃদ্ধর হাতে কোপ মারে এবং তার স্ত্রীকে এলোপাতাড়ি মারধর করে। প্রাণ বাঁচানোর তাগিদে তারা ঘরের দরজা খুলে দিলে সেখান থেকে চম্পট দেয় দুষ্কৃতী। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছে দেগঙ্গা থানার পুলিশ, তাদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে।
আরও দেখুন--
আরও দেখুন--
Tags:
জেলার খবর