বনগাঁয় করোনা সন্দেহে বের করে দেওয়া হল রোগীকে, প্রায় এক ঘন্টা বাইরে পড়ে থাকায় মৃত্যু হল তার


বনগাঁয় করোনা সন্দেহে বের করে দেওয়া হল রোগীকে, প্রায় এক ঘন্টা বাইরে পরে থাকায় মৃত্যু হল তার

সার্বভৌম সমাচার, বনগাঁ : অমানবিক স্বাস্থ্য পরিষেবা বনগাঁয়। শনিবার বিকেল ৫ টা নাগাদ হালকা জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বনগাঁ হাসপাতালে ভর্তি হয়েছিলেন উত্তর ২৪ পরগনা বনগাঁর বাসিন্দা মাধব নারায়ণ দত্ত। বনগাঁ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কলকাতা স্থানান্তর করার কথা বলেন চিকিৎসক। সাথে সাথেই রোগীকে বের করে দেওয়া হয় হাসপাতালের বাইরে। টানা এক ঘন্টা বাইরে পড়ে থেকে মৃত্যু হয় ওই ব্যক্তির।

মৃতের পারিবারিক সুত্রে খবর, মাধববাবু এদিন হাসপাতালে ভর্তি হওয়ার পর রাত্রি ৮টা নাগাদ তাকে কলকাতায় স্থানান্তর করার কথা বলেন চিকিৎসক। কিন্তু ততক্ষণে তাঁর মৃত্যু হয় । এরপর তার করোনা পজেটিভ সন্দেহে অমানবিক আচারন করেন বনগাঁ হাসপাতাল কতৃপক্ষ। মৃত দেহ হাসপাতালের বাইরে নিয়ে যাওয়ার জন্য মেলেনি হাসপাতালের স্ট্রেচার পর্যন্তও।



বনগাঁয় করোনা সন্দেহে বের করে দেওয়া হল রোগীকে, প্রায় এক ঘন্টা বাইরে পরে থাকায় মৃত্যু হল তার

সুুুত্রে খবর, মৃতের স্ত্রী আল্পনা দত্ত কোন রকমে কষ্টে-সৃষ্টে নিজের স্বামীকে হাসপাতালের বাইরে নিয়ে আসেন। এরপর কাছে আসে না কেউই। একা, অসহায় আল্পনা দেবী হাসপাতাল এলাকায় থাকা অ্যাম্বুলেন্স থেকে শুরু করে ভ্যান-রিক্সা ডাকলেও কাউকেই কাছে পান না। অবশেষে তিনি নিরুপায় হয়ে সেখানেই বসে থাকেন। এরপর পরিবারের নিকট আত্মীয়ের উপস্থিত হওয়া পর্যন্ত মাধববাবুর মৃতদেহ হাসপাতাল চত্বরেই পড়ে আছে বলে জানা গিয়েছে।

আরও দেখুন--

Post a Comment

Previous Post Next Post