লেহে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, খোঁজ নিলেন সীমান্তের অবস্থান সম্পর্কে

লেহে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, খোঁজ নিলেন সীমান্তের অবস্থান সম্পর্কে

সার্বভৌম সমাচার : চীনের সীমান্তে চলমান উত্তেজনার মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার সকালে লেহে পৌঁছে স্থানীয় কর্তৃপক্ষের সাথে দেখা করে সীমান্তের অবস্থান সম্পর্কে খোঁজখবর নিলেন।

এদিন নিমু পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছলে তাকে সীমান্তের পরিস্থিতি সম্পর্কে অবহিত করে অষ্টম পর্বত বিভাগ সম্পর্কে সম্পূর্ণ তথ্য দিলেন জেনারেল অফিসার কমান্ডার (জিওসি)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে এই সফরে উপস্থিত ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত।

প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে এই সফরে জন্য একমাত্র প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের আসার কথা ছিল। তবে এই সফর পিছিয়ে যাওয়ায় প্রধানমন্ত্রী মোদী, বিপিন রাওয়াত এবং সেনাপ্রধান এমএম নারওয়ান হঠাৎই লেহে পৌঁছে গেলেন।

আরও পড়ুন--

উল্লেখ্য, লেহে যে নীমু পোস্টটি রয়েছে তা সমুদ্রপৃষ্ঠ থেকে ১১ হাজার ফুট উচ্চতায় অবস্থিত। যা বিশ্বের অন্যতম দীর্ঘতম এবং বিপজ্জনক পোস্ট হিসাবে পরিচিত। এখন পর্যন্ত ভারত ও চীন মে থেকে লাদাখ অঞ্চল নিয়ে উত্তেজনা অব্যাহত।

জুন মাসে উভয় দেশের মধ্যে উত্তেজনা হ্রাস করতে আলোচনা শুরু করা হলেও গত ১৫ জুন সংঘর্ষ হয়। যাতে ২০ জন ভারতীয় সেনা শহীদ হন। এরপর থেকেই উভয় দেশেই উত্তেজনা বেড়েছে। আর সেই উত্তেজনা হ্রাস করার জন্য সামরিক ও কূটনৈতিক পর্যায়ে একাধিক দফায় আলোচনা হয়েছিল। সেসময়ও বিশ্বে অনেক দেশই ভারতকে সমর্থন করেছিল।

আরও দেখুন-- 

Post a Comment

Previous Post Next Post