নিজের দেশই সমালোচনার সম্মুখীন ইমরান খান, সতর্ক করল সেদেশের পররাষ্ট্র দফতর

নিজের দেশই সমালোচনার সম্মুখীন ইমরান খান, সতর্ক করল সেদেশের পররাষ্ট্র দফতর
সার্বভৌম সমাচার, নয়াদিল্লী : পাকিস্তান যদি চীনকে সমর্থন দেওয়া বন্ধ না করে, তবে বিশ্বস্তরে বিচ্ছিন্নতার মুখোমুখি হতে হবে পাকিস্তানকে। পাকিস্তানের পররাষ্ট্র দফতর প্রধানমন্ত্রী ইমরান খানকে এমনটাই জানিয়েছে। এছাড়াও এদিন পাকিস্তানের পররাষ্ট্র দফতর ইমরান খানকে চীনের সমর্থন সম্পর্কে সতর্ক করে আরও বলেছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য চীনের সাথে বন্ধুত্ব ব্যয়বহুল হয়ে উঠছে।

সংবাদ সংস্থা এএনআই-এর উঠে আসা খবরে জানা গিয়েছে, পাকিস্থানের পররাষ্ট্র দফতর ইমরান খানকে জানিয়েছে, ভারতের সাথে বিরোধ এবং করোনার সঙ্কটের কারণে বর্তমানে চীন আন্তর্জাতিক সমালোচনার মুখোমুখি হয়েছে। আর এই অবস্থায় পাকিস্তান যদি চীনের সাথে তার সম্পর্কের বিষয়ে পর্যালোচনা না করে তবে এটি বিশ্বের অর্থনৈতিক শক্তির ক্ষোভকে উস্কে দেবে। যে শক্তিগুলি ভারতের সাথে দ্বন্দ্বের কারণে চীনকে বিশ্বব্যাপী বিচ্ছিন্ন করার কাজ করছে।


আরও পড়ুন--

এছাড়াও ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেন পাকিস্তানি এয়ারলাইন্সের বিমান উড়ানের জন্য নিষিদ্ধ করার সময় চীনকে অন্ধভাবে সমর্থন করা পাকিস্তান ইতিপূর্বে বিরাট ধাক্কা খেয়েছে। যখন পাকিস্তান ইউরোপীয় দেশগুলিকে বোঝানোর চেষ্টা করেছিল যে তার যোগ্যতা রয়েছে তবে সেই সিদ্ধান্তের কোনও ফল হয়নি।

অন্যদিকে ইউরোপীয় দেশগুলি ভারতের বিরুদ্ধে আক্রমণাত্মক হওয়ার জন্য কূটনৈতিক পর্যায়ে যেভাবে চীনকে বিচ্ছিন্ন করার দিকে এগিয়ে চলেছে, তাতে ইসলামাবাদও তার মুখোমুখি হতে হতে পারে। এমনটাই মনে করছে পাকিস্তানী সূত্রগুলি। তাছাড়া ইতিমধ্যে চীনের বিরুদ্ধে ক্ষোভ রয়েছে পাকিস্তানের। বেলুচিস্তান এবং গিলগিত বালতিস্তানের লোকেরা সিপিসিপির জন্য পাকিস্তানের সম্পদ যেভাবে কাজে লাগাচ্ছে তা নিয়ে খুব ক্ষুব্ধ তারা। কারণ আজও বালুচ ও গিলগিত বালতিস্তানের লোকেরা চাকরি পায় না।

এবিষয়ে আরও বিস্তারিত জানতে দেখুন--

Post a Comment

Previous Post Next Post