কানপুরের গ্যাংস্টার বিকাশের খোঁজে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করল পুলিশ

কানপুরের গ্যাংস্টার বিকাশের খোঁজে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করল পুলিশ
সার্বভৌম সমাচার, কানপুর : এক ডিএসপি-সহ আট পুলিশকর্মীদের হত্যায় অভিযুক্ত বিকাশ দুবের বাড়ি ভাঙল কানপুর জেলা পুলিশের উপস্থিতিতে প্রশাসনের কর্তাব্যক্তিরাই। যদিও, ঘটনার পর থেকে প্রায় ৩৬ ঘণ্টা পেরিয়ে গেলেও ফেরার গ্যাংস্টার বিকাশ।

কানপুরের বিকরু গ্রামের ওই ঘটনায় অভিযুক্ত বিকাশের বিরুদ্ধে উত্তর প্রদেশের একাধিক থানায় প্রায় ৬০টিরও বেশি ফৌজদারি মামলা রয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই নিখোঁজ অভিযুক্ত বিকাশের সন্ধানে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছে কানপুর পুলিশ।

শনিবার পুলিশকর্মীদের পুরো গ্রাম ঘিরে ফেলতে দেখা যায়, তারপর ঘণ্টাখানেকের মধ্যেই জেসিবি বুলডোজার এনে গুঁড়িয়ে দেওয়া হয় বিকাশের বাড়ি।


আরও পড়ুন--


বাড়ি ভেঙে পড়ার পর চারিদিকে চুন-সুরকি, ইঁটের টুকরো পড়ে থাকতে দেখা গেলেও বিকাশের পরিবারের কাউকে ওই বাড়িতে দেখা যায়নি বলে দাবী করেছে পুলিশ। অন্যদিকে অভিযুক্ত বিকাশের বাড়িতে থাকা সাতটি দামি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কানপুর পুলিশের পোস্ট করা ভিডিওতে দেখা গিয়েছে।

এছাড়াও চৌবেপুর থানার পুলিশকর্তাদের সাসপেন্ড করা হয়েছে। সূত্রের খবর, এই থানার অন্তর্গত বিকাশের গ্রাম। আর ওই থানা থেকেই পুলিশি অভিযানের খবর বিকাশের কাছে আগে থেকেই পৌঁছেছিল বলে মনে করছে পুলিশ।

ইতিমধ্যেই বিকাশকে গ্রেপ্তার করতে পুলিশের ২৫টি পৃথক দল গঠন করেছেন রাজ্যের ডিজি। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই ডিজিকে দেকে পাঠান উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। জানা গিয়েছে, ৫০০টি মোবাইল ফোন ট্র্যাকিংয়ে রাখা হয়েছে। সেই তথ্য ঘেঁটে বিকাশের সাম্প্রতিক ঘাঁটি সম্বন্ধে ওয়াকিবহাল হতে চাইছে পুলিশ।


আরও দেখুন--

Post a Comment

Previous Post Next Post