
Experience the story of an extraordinary mind! #ShakuntalaDeviOnPrime premieres July 31, on @PrimeVideoIN @sanyamalhotra07 @TheAmitSadh @jisshusengupta @anumenon1805@sonypicsprodns @vikramix @Abundantia_Ent@ShikhaaSharma03 pic.twitter.com/kdi6os0gop— vidya balan (@vidya_balan) July 2, 2020
সার্বভৌম সমাচার : খুব শিঘ্রই মুক্তি পাচ্ছে বিদ্যা বালান, যীশু সেনগুপ্ত অভিনীত নতুন ছবি শকুন্তলা দেবী। যদিও এখবর আগেই শোনা গিয়েছিল। তবে এবারে ছবি মুক্তির দিনও ঘোষণা করল নির্মাতা সংস্থা। আগামী ৩১ জুলাই মুক্তি পেতে চলেছে শকুন্তলা দেবী।
আগামী ৩১ জুলাই 'শকুন্তলা দেবী' মুক্তি পাওয়ার কথা নিজেই টুইট করে জানিয়েছেন বিদ্যা বালান। তিনি লিখেছেন, 'এ এক অসাধারণ মনের অভিজ্ঞতার গল্প'।
আগামী ৩১ জুলাই 'শকুন্তলা দেবী' মুক্তি পাওয়ার কথা নিজেই টুইট করে জানিয়েছেন বিদ্যা বালান। তিনি লিখেছেন, 'এ এক অসাধারণ মনের অভিজ্ঞতার গল্প'।
আরও পড়ুন--
অন্যদিকে এই ছবি মুক্তির তারিখ জানিয়ে যীশু সেনগুপ্তও লিখেছেন, 'তাঁকে বিশেষ কারণে জ্বলজ্যান্ত কম্পিউটার বলা হতো। প্রথমে 'শুকুন্তলা দেবী' মুক্তি পাওয়ার কথা ছিল ৮ মে। তবে দেশজুড়ে চলা করোনার প্রকোপ ও লকডাউনেক কারণে ৮ মে ছবিটিকে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। আর এরপরই ছবিটিকে আমাজন প্রাইমে মুক্তি দেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়।
জানা যাচ্ছে, এই ছবিতে ভারতের প্রথম মহিলা গণিতবিদ-এর ভূমিকায় দেখা যাবে বিদ্যা বালানকে। মাত্র ৫ বছর বয়সেই ১৮ বছরের ছাত্রের অঙ্ক করে ফেলেছিলেন শকুন্তলা দেবী। গণিতে বিশেষ দক্ষতা ছিল শকুন্তলা দেবী। ১৯৮২ সালে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের সংস্করণে স্থান অর্জন করেছিলেন তিনি। তারই উপর আধারিত এই ছবি। ছবিতে কেন্দ্রীয় ভূমিকায় দেখা যাবে যীশু সেনগুপ্ত ও অমিত সাধ-কে। আর ছবিতে বিদ্যার মেয়ের ভূমিকায় দেখা যাবে সান্যা মালহোত্রাকে।
আরও দেখুন--