করোনা মোকাবিলায় কলকাতা মেডিকেল কলেজে তৈরি হচ্ছে প্রথম সরকারি প্লাজমা ব্যাঙ্ক

করোনা মোকাবিলায় কলকাতা মেডিকেল কলেজে তৈরি হচ্ছে প্রথম সরকারি প্লাজমা ব্যাঙ্ক

সার্বভৌম সমাচার : কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য পূর্ব প্রস্তুতি হিসেবে পূর্ব ভারতের প্রথম সরকারি প্লাজমা ব্যাঙ্ক হতে চলেছে। শেষ পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, ইতিমধ্যেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে রাজ্য স্বাস্থ্যভবন। কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালকে এই চূড়ান্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে।

কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের ইনস্টিটিউট অফ হেমাটলজি অ্যান্ড ব্লাড ট্রান্সফিউশন বিভাগে জুন মাসের শেষ সপ্তাহেই প্রথমে করোনার সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠা রোগীর শরীর থেকে প্লাজমা সংগ্রহ করা শুরু হয়েছে।
আরও পড়ুন--

দেশে যেভাবে করোনার সংক্রমণ বেড়ে চলেছে তাতে রীতিমত উদ্বিগ্ন দেশ ও রাজ্য সরকার। একদিনের রিপোর্ট অনুযায়ী রবিবার রাজ্যে আক্রান্ত হয়েছেন ৮৯৫ জন এবং আক্রান্তের নিরিখে বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে ভারত। যদি প্লাজমা থেরাপিতে সাফল্য মেলে, তাহলে তার আগাম প্রস্তুতি রাখতে চাইছে রাজ্য স্বাস্থ্যভবন।

আরও দেখুন--

Post a Comment

Previous Post Next Post