সায়ন ঘোষ, বনগাঁ : করোনা পরিস্থিতির মধ্যে আচমকায় শুট আউট বনগাঁয়। বনগাঁর
এক বেসরকারি নার্সিংহোমের সামনে গুলি চালিয়ে চম্পট দেয় কিছু দুষ্কৃতি। মঙ্গলবার বিকেলে
ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগণার বনগাঁ সুভাষপল্লী এলাকার বিভূতিভূষণ হাসপাতালে।
সুত্রে খবর নার্সিং হোমের সিকিউরিটির সঙ্গে রোগীর আত্মীয়দের বিবাদের জেরে
বচসা বাধে। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই চলে গুলি। পুলিশ সুত্র জানা গেছে,
আগামী রবিবার বনগাঁ পূর্বপাড়ার এক সন্তান সম্ভবা গৃহবধূ পারমিতা দেবী এই হাসপাতালে
ভর্তি হন। সেখানেই তিনি এক সুস্থ সন্তানের জন্ম দেন।
মঙ্গলবার বিকেলে ওই গৃহবধূর ছুটিও হয়ে যায়। গৃহবধূকে আনতে তার স্বামী
সৌভিক কুন্ডু ও পরিবারের অন্যান্যরা যায়। বর্তমান পরিস্থিতির কারনে একজন করেই হাসপাতালে
ঢোকার অনুমতি পান। তবে হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হওয়াতে তারা হাসপাতালে ঢোকার অনুমতি
চান।
অভিযোগ, তাদের কাউকেই হাসপাতালে ঢুকতে দেওয়া হয়নি। এই কারনেই হাসপাতালে
কর্মীদের সাথে শুরু হয় বচসা। শুধু হয় হাতাহাতি। মহিলাদের উদ্যেশ্যে বিভিন্ন অশালীন
কথা বলা হয়। কিছুক্ষণ পরেই আচমকা কিছু দুষ্কৃতি এসে শুন্যে কয়েক রাউন্ড গুলি চালিয়ে
পালিয়ে যায়।
প্রাণ ভয়ে পালাতে গিয়ে ওই রোগীর বাড়ির এক সদস্যের পা পেয়ে যায়। ঘটনার
খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছে যায় পুলিশ। কে বা কারা গুলি চালিয়েছে তা নিয়ে ধন্দে পুলিশ।
গুলির আওয়াজে এলাকায় ছড়িয়েছে আতঙ্ক।
