সার্বভৌম সমাচার : দশতলা পুলিশ কোয়ার্টার থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হল এক কিশোরী। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে কলকাতার আর্মহার্স্ট স্ট্রিট থানা এলাকায়। মৃত ১৩ বছরের কিশোরী সপ্তম শ্রেণীর ছাত্রী অদ্রিজা মণ্ডল। তার বাবা জগবন্ধু মণ্ডল কলকাতা পুলিশের অ্যাসিস্টান্ট সাব ইনস্পেক্টর। তিনি লালবাজারের কম্পিউটার সেলে কর্মরত।
জানা গিয়েছে, বউবাজারের একটি স্কুলে পড়ত অদ্রিজা। তাঁর আইপিএস হওয়ার ইচ্ছে ছিল। সাম্প্রতিক করোনা আবহে স্কুল বন্ধ থাকায় সম্প্রতি অবসাদে ভুগছিল সে। পড়শিরা জানিয়েছেন, এনিয়ে বাবা-মায়ের সঙ্গে ঝাগড়াঝাটিও হয়েছে তাঁর। পুলিশ তার ঘর থেকে পুলিশ একটি সুইসাইড নোট উদ্ধার করেছে।
আরও পড়ুন--
ওই চিরকুটে ইংরেজিতে লেখা রয়েছে, “এই চিঠি তোমাদের কাছে যখন পৌঁছবে তখন আমি মারা গিয়েছি। তোমাদের সবাইকে আমি ভালবাসি। আমার মৃত্যুর কারণ অবসাদ। খুব চেষ্টা করেও আমার পরীক্ষার ফল ভালো হয়নি। সবচেয়ে দুঃখের বিষয়, আমি আইপিএস হতে পারব না। আমি আমার সিদ্ধান্তের জন্য দুঃখিত। সকলকে ধন্যবাদ। বিদায়”। কিশোরীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
আরও দেখুন--
Tags- #Bongaon #Samachar #Bongaon Samachar
#Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma Samacar #Bongaon News #Today News
#Today Bongaon News #bongaon news today live, #bongaon bengali news, #bongaon
khabar, #bongaon samachar, #samachar bongaon,