সার্বভৌম সমাচার : আবারও ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ নেপালের মাটি। কম্পন অনুভূত হয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলাতেও। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৩। জানা গিয়েছে, এর উপকেন্দ্র ছিল রাজধানী কাঠমান্ডু কাছেই।
ভারতের জাতীয় ভূতাত্ত্বিক সর্বেক্ষণ সূত্রে খবর, বুধবার ভোর ৫টা নাগাদ কেঁপে ওঠে নেপালের মাটি। রাজধানী কাঠুমান্ডুর ৪৮ কিলোমিটার পূর্বে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল।
এরপর ফের ৫টা ১৯ নাগাদ আর একবার কম্পন অনুভুত হয় নেপালের সিন্ধুপালচক জেলার রামচেতে। রিখটার স্কেলে তার তীব্রতা ছিল ৬। এর প্রভাব পড়ে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও। এদিন ভোরে দার্জিলিং, জলপাইগুড়ি, দুই দিনাজপুর,আলিপুরদুয়ার এবং কোচবিহারেও কম্পন অনুভূত হয়েছে। তবে এর তীব্রতা খুব বেশি ছিলনা।
ভারতের জাতীয় ভূতাত্ত্বিক সর্বেক্ষণ সূত্রে খবর, বুধবার ভোর ৫টা নাগাদ কেঁপে ওঠে নেপালের মাটি। রাজধানী কাঠুমান্ডুর ৪৮ কিলোমিটার পূর্বে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল।
Earthquake of Magnitude:5.3, Occurred on 16-09-2020, 05:04:04 IST, Lat: 27.74 & Long: 85.82, Depth: 10 Km ,Location: 48km E of Kathmandu, Nepalfor more information https://t.co/IBLgLV7ith@ndmaindia pic.twitter.com/oYqkan6euH— National Centre for Seismology (@NCS_Earthquake) September 15, 2020
এরপর ফের ৫টা ১৯ নাগাদ আর একবার কম্পন অনুভুত হয় নেপালের সিন্ধুপালচক জেলার রামচেতে। রিখটার স্কেলে তার তীব্রতা ছিল ৬। এর প্রভাব পড়ে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও। এদিন ভোরে দার্জিলিং, জলপাইগুড়ি, দুই দিনাজপুর,আলিপুরদুয়ার এবং কোচবিহারেও কম্পন অনুভূত হয়েছে। তবে এর তীব্রতা খুব বেশি ছিলনা।
আরও পড়ুন--
নেপালের সীমান্ত লাগোয়া বিহারেও কম্পন অনুভূত হয়েছে। উল্লেখ্য ২০১৫ সালে যে বিধ্বংসী ভূমিকম্প হয়েছিল নেপালে। ওই ভূমিকম্পে ১০ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। সেবার রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৯। তবে এবার কম্পনের মাত্রা অনেক কম হওয়ায় ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি।
আরও দেখুন--
Tags- #Bongaon #Samachar #Bongaon Samachar
#Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma Samacar #Bongaon News #Today News
#Today Bongaon News #bongaon news today live, #bongaon bengali news, #bongaon
khabar, #bongaon samachar, #samachar bongaon,