জাতীয় সড়কে গ্যাস সিলিন্ডার ভর্তি গাড়ির দুর্ঘটনা

জাতীয় সড়কে গ্যাস সিলিন্ডার ভর্তি গাড়ির দুর্ঘটনা

সার্বভৌম সমাচার : গভীর রাতে হাওড়া মুখী এক গ্যাস সিলিন্ডার ভর্তি গাড়ির দুর্ঘটনা ঘটে। ফলে ভয়াবহ আগুন লেগে যায় গ্যাস সিলেন্ডার সহ গাড়িটিতে। প্রায় এক ঘণ্টা পরে দমকলের ছটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়।

ঘটনাটি ঘটেছে রাত সাড়ে বারোটা নাগাদ ছ নম্বর জাতীয় সড়কের রানীহাটি মোড়ে। জানা গেছে, কলকাতা মুখি যাওয়ার একটি গ্যাস সিলিন্ডার ভর্তি লরি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশের একটি বাস স্টপেজে ধাক্কা মারে। সাথে সাথেই আগুন লেগে যায় লরির মধ্যে থাকা গ্যাস সিলিন্ডারে।


আরও পড়ুন--

সে আগুন ছড়িয়ে পড়ে পাশের একটি ডেকোরেটর দোকান ও কয়েকটি বাড়িতে। পাশেই একটি নার্সিংহোম থাকায় সেখান থেকে সমস্ত রোগীকে অন্যত্র স্থানান্তরিত করা হয়। আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে আসেন আশপাশের আগুন লেগে যাওয়া বাড়ি সহ অন্যান্য বাড়ির বাসিন্দারা। ঘটনাস্থলে বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে । এই ঘটনার ফলে কয়েক হাজার লোক আতঙ্কিত হয়ে বেরিয়ে পড়ে ৬ নং জাতীয় সড়কে। প্রায় এক ঘন্টা বন্ধ থাকে জাতীয় সড়কে যান চলাচল।

আরও দেখুন--




Tags-  #Bongaon #Samachar #Bongaon Samachar #Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma Samacar #Bongaon News #Today News #Today Bongaon News #bongaon news today live, #bongaon bengali news, #bongaon khabar, #bongaon samachar, #samachar bongaon,

Post a Comment

Previous Post Next Post