সার্বভৌম সমাচার : উত্তর ২৪ পরগনার হাবড়ার টুনিঘাটা মন্ডল পাড়া এলাকায়। জানা গিয়েছে, বুধবার ভোররাতে রামকৃষ্ণ মন্ডল (৫৮) ও লিলা মন্ডল (৫১) কে গুলি করে খুন করল স্থানীয় এক যুবক।
পরিবার সুত্রে খবর, কাশিপুর কলতলার যুবক তন্ময় বর রামকৃষ্ণ বাবুর ভাইয়ের মেয়েকে উত্ত্যক্ত করতো। এই বিষয় নিয়ে বেশ কয়েকবার অশান্তিও হয়েছে। এমনকি একবার কিডন্যাপ করার অপরাধে জেলও খেটেছে তন্ময় বলে জানা গিয়েছে।
আরও পড়ুন--
পুলিশ সূত্রে খবর, এদিন রামকৃষ্ণ বাবুর বাড়িতে রাত আড়াইটে নাগাদ ছাদের দরজার তালা ভেঙে ঘরে ঢোকে তন্ময়। এরপরই রামকৃষ্ণ বাবু ও তার স্ত্রী লিলারানী চোর এসেছে সেই সন্দেহে বাইরে এলে বাড়ির মধ্যে থাকা কলপাড়ের কাছেই প্রথম লিলা রানীর মাথায় গুলি করে। এরপর রামকৃষ্ণ বাবুর বুকে গুলি মারে সে।
ঘটনাস্থলেই মৃত্যু হয় লিলা রানীর এবং রামকৃষ্ণ বাবুকে প্রথমে হাবড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বারাসাত হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।
এরপর খবর পেয়ে ঘটনাস্থলে আসেন হাবড়া থানার পুলিশ। দম্পতিকে খুনের অভিযোগে পুলিশ দুইজনকে আটক করলেও মূল অভিযুক্ত তন্ময় বর এখনও পলাতক।
আরও দেখুন--
Tags- #Bongaon #Samachar #Bongaon Samachar
#Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma Samacar #Bongaon News #Today News
#Today Bongaon News #bongaon news today live, #bongaon bengali news, #bongaon
khabar, #bongaon samachar, #samachar bongaon,