বিজেপি করার অপরাধে প্রাক্তন সেনাকর্মীকে বেধড়ক মারধর

বিজেপি করার অপরাধে প্রাক্তন সেনাকর্মীকে বেধড়ক মারধর

সার্বভৌম সমাচার : বিজেপি করার অপরাধ। প্রাক্তন সেনাকর্মীকে লাঠি, রড দিয়ে বেধড়ক মারধর এর অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ওই প্রাক্তন সেনাকর্মী। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের পটাশপুর থানা এলাকায়।

জানা গিয়েছে, পটাশপুর ১ নং ব্লকের নৈপুর ২ নম্বর অঞ্চলের আলাম চক বেলদা গ্রামের বিজেপি কর্মী অনন্ত মাইতি তার ভাইয়ের বাড়ি থেকে ফিরছিলেন। এমন সময় রাস্তায় তৃণমূল আশ্রিত কয়েকজন দুষ্কৃতীরা এসে অতর্কিত ভাবে লাঠি, রড নিয়ে তার উপর হামলা চালায়। তাকে প্রাণে মারার চেষ্টা করে। আগে থেকে বহুবার হুমকি দেওয়া হতো বিজেপি করার জন্য।



আরও পড়ুন--

ওই বিজেপি কর্মীরকে প্রথমে পটাশপুর গ্রামীন হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকে স্থানান্তরিত করা হয় এগরা সুপার স্পেশালিটি হসপিটালে। অভিযোগ এলাকায় পুলিশ থাকা সত্ত্বেও কোন ব্যবস্থা হয়নি। পুলিশের সামনে তৃণমূলের দুষ্কৃতীরা অত্যাচার চালায়। বেশ কয়েকদিন ধরেই গ্রামে রয়েছে পুলিশ ক্যাম্প।

যদিও এই বিষয় তৃণমূল নেতৃত্ব কার্যত অস্বীকার করতে পারেনি। তাদের অভিযোগ গত বৃহস্পতিবার তৃণমূলের এক কর্মী বাজারে গিয়েছিল ওখানে বিজেপির কয়েকজন সমর্থক তারা মারধর করে। সেই ঘটনাকে কেন্দ্র করে পুনরায় আজ বিজেপির লোকের সাথে বচসা থেকে হাতাহাতিতে পরিণত হয়। এই জেলা শান্তির জেলা জেলাকে অশান্ত করার চেষ্টা করছে বিজেপি কর্মীরা ।


আরও দেখুন--




Tags-  #Bongaon #Samachar #Bongaon Samachar #Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma Samacar #Bongaon News #Today News #Today Bongaon News #bongaon news today live, #bongaon bengali news, #bongaon khabar, #bongaon samachar, #samachar bongaon,

Post a Comment

Previous Post Next Post