অম্লিতা দাস : সুরেশ রায়নার পিসেমশাইয়ের বাড়িতে হওয়া দুষ্কৃতীর হামলার অভিযোগে গ্রেফতার হলেন তিনজন।পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং সূত্রে এই খবর।
মুখ্যমন্ত্রী জানান, গত ১৯ আগস্ট রায়নার পিসেমশাইয়ের বাড়িতে হওয়া দুষ্কৃতীদের হামলার তদন্ত শেষ।তিন আন্তঃরাজ্য দুষ্কৃতীদের গ্রেফতার করা হয়েছে এবং বাকি ১১ জনের খোঁজ চলছে।গ্রেফতার দুষ্কৃতীদের নাম সাওয়ান, মুহব্বত এবং শাহরুখ খান।পাঞ্জাব পুলিশের বিশেষ তদন্তকারী দল তাদের গ্রেফতার করেছে।এই তিনজনকে জেরা করে অনেক তথ্যও জানা গেছে বলে খবর।উত্তরপ্রদেশ, জম্মু–কাশ্মীর, পাঞ্জাব জুড়ে একাধিক জায়গায় ডাকাতির সঙ্গে এরা যুক্ত।
আরও পড়ুন--
গত ১৯ আগস্ট এই দুষ্কৃতীর দল ঢুকে পড়ে সুরেশ রায়নার পিসেমশাইয়ের বাড়ি। অজ্ঞাতপরিচয় যখন এই দুষ্কৃতীরা যখন প্রবেশ করে তখন বাড়ির সকলেই ঘুমাচ্ছিলেন। বাড়িতে ছিলেন রায়নার পিসি, পিসেমশাই তাঁর বয়স্ক মা ও পিসি-পিসেমশাইয়ের সন্তানরা। দুষ্কৃতীদের আক্রমণে প্রাণ হারান বছর চুয়ান্ন'র রায়নার পিসেমশাই অশোক কুমার।ভয়াবহভাবে আহত রায়নার পিসি আশাদেবী। এখনও তিনি হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছেন।
তাঁদের দুই ছেলে ২৪ বছরের আপিন কুমার ও ৩২ বছরের কৌশল কুমারও আহত হন ওই সময়। রায়না জানান তাঁর এক পিসতুতো ভাইকেও তিনি হারান এই দুষ্কৃতী হামলায়। আহত হয়েছেন অশোক বাবুর ৮০বছরের বৃদ্ধা মা। এই ঘটনার সাথে সাথেই দুবাইতে চেন্নাই সুপার কিংসের ক্যাম্প ছেড়ে দেশে ফিরে আসেন সুরেশ রায়না। এইবার আইপিএলে দেখা যাবেনা তাঁকে।
আরও দেখুন--
Tags- #Bongaon #Samachar #Bongaon Samachar
#Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma Samacar #Bongaon News #Today News
#Today Bongaon News #bongaon news today live, #bongaon bengali news, #bongaon
khabar, #bongaon samachar, #samachar bongaon,