ফের প্রকাশ্যে বিজেপি’র গোষ্ঠী কোন্দল; মন্ডল সভাপতিকে মারধর করবার অভিযোগ

ফের প্রকাশ্যে বিজেপি’র গোষ্ঠী কোন্দল; মন্ডল সভাপতিকে মারধর করবার অভিযোগ

সার্বভৌম সমাচার : ফের প্রকাশ্যে বিজেপি’র গোষ্ঠী কোন্দল; মন্ডল সভাপতিকে মারধর করবার অভিযোগ উঠল বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্যের বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার আকাইপুর গ্রাম পঞ্চায়েত এলাকার পানপাড়ার ঘটনাl

সূত্রের খবর পানপাড়ায় মঙ্গলবার সন্ধ্যায় ধনঞ্জয় বিশ্বাস এর বাড়িতে বিজেপি একটি দলীয় বৈঠক বসেছিল l উপস্থিত ছিলেন গোপালনগর ১ নম্বর মণ্ডলের সভাপতি বিদেশ দাস সহ বিজেপি নেতৃত্ব l মিটিং চলাকালীন ওই এলাকার বিজেপির সদস্য বিপ্লব সরকারের বাবা মিটিংয়ে এসে মন্ডল সভাপতির সঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে পড়েনl

আরও পড়ুন--

পরবর্তীতে মিটিং থেকে বেরিয়ে আসার সময় পানপাড়া চৌরাস্তার মোড়ে এসে বিজেপির মন্ডল সভাপতি গাড়ির উপরে আক্রমণ করেন এবং মন্ডল সভাপতিকে লোহার রড দিয়ে মারধর করা হয় রক্তাক্ত হয়ে আশঙ্কাজনক অবস্থায় তাকে বনগাঁ মহাকুমা হাসপাতালে ভর্তি করা হয়l

আরও দেখুন--




Tags-  #Bongaon #Samachar #Bongaon Samachar #Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma Samacar #Bongaon News #Today News #Today Bongaon News #bongaon news today live, #bongaon bengali news, #bongaon khabar, #bongaon samachar, #samachar bongaon,

Post a Comment

Previous Post Next Post