কোভিডের কবলে নিট পরীক্ষার্থীরা,পরীক্ষা নিয়ে আশঙ্কা!


কোভিডের কবলে নিট পরীক্ষার্থীরা,পরীক্ষা নিয়ে আশঙ্কা!

অম্লিতা দাস :
 সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স মেন এবং সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা এই করোনা আবহে শুরু করা নিয়ে বেশ দ্বন্দ্বের মুখোমুখী হতে হয় কেন্দ্র ও রাজ্যকে।

রবিবারেই নিট পরীক্ষা হতে চলেছে।করোনা আবহে নিট পরীক্ষা দেওয়া কতটা সুরক্ষিত তা নিয়েও প্রশ্ন উঠেছে।প্রশ্ন উঠেছে কোভিড আক্রান্ত পরীক্ষার্থীদের নিয়ে।ইতিমধ্যে কোভিডের কবলে দুর্গাপুরের কাছে দুবচুরুলিয়া গ্রামের এক নিট পরীক্ষার্থী। তার পরিবার সূত্রে জানা যাচ্ছে গত ৩রা সেপ্টেম্বর পরীক্ষার্থী ও তার বাবার জ্বর আসে।করোনা টেস্ট করলে ছেলের কোভিড পজিটিভ আসে।জ্বর ছাড়া আর কোনো উপসর্গ না থাকায় ঘরেই থাকতে বলা হয়েছে তাকে।একইসাথে কোভিড ও নিট পরীক্ষা থাকায় চিন্তিত তার পরিবার।

এই বিষয় নিয়ে তারা দুর্গাপুরের এসডিও এবং মুখ্যমন্ত্রীর অফিসে চিঠিও লিখেছেন।কিন্তু কোনোরকম উত্তর পাননি।এদিকে রবিবারই হতে চলেছে পরীক্ষা।কোনো উপসর্গ না থাকায় পরীক্ষার্থীর বাবা চান ছেলেকে পরীক্ষায় বসাতে।সেই মতই যেই স্কুলে সিট পড়েছে সেই স্কুলে যোগাযোগও করেন।স্কুল থেকে জানায় "পরীক্ষার সেন্টারে আইসোলেশন ঘর আছে কিন্তু সেটা করোনা রোগীদের জন্য নয়। পরীক্ষা দিতে এসে থার্মাল চেকিং করে যদি দেখা যায় কোনও পরীক্ষার্থীর শরীরের তাপমাত্রা বেশি তাঁরাই শুধু ওই আইসোলেশন ঘরে পরীক্ষা দিতে পারবেন। করোনা পজ়িটিভ নিয়ে পরীক্ষা দেওয়ার নির্দেশিকা নেই।”

কোভিডের কবলে নিট পরীক্ষার্থীরা,পরীক্ষা নিয়ে আশঙ্কা!

পরিক্ষার্থী জানান যে কিছুটা সময় পেলে সুস্থ হয়ে সে পরীক্ষা দিতে পারত।পরিক্ষার্থীর বাবা জানান, “আমার ছেলের বা আমার ছেলের মতো করোনা-আক্রান্তদের যদি অন্য কোনও তারিখে নিট পরীক্ষার ব্যবস্থা করা যায় তা হলে এই বছরটা নষ্ট হয় না।”

আরও দেখুন--




Tags-  #Bongaon #Samachar #Bongaon Samachar #Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma Samacar #Bongaon News #Today News #Today Bongaon News #bongaon news today live, #bongaon bengali news, #bongaon khabar, #bongaon samachar, #samachar bongaon,

Post a Comment

Previous Post Next Post