রাস্তার সারমেয়দের গাড়ি চাপা দেওয়ার প্রতিবাদ করায় পিস্তলের বাটের আঘাতে আহত প্রতিবাদিরা

রাস্তার সারমেয়দের গাড়ি চাপা দেওয়ার প্রতিবাদ করায় পিস্তলের বাটের আঘাতে আহত প্রতিবাদিরা

সার্বভৌম সমাচার : রাস্তার সারমেয় কে গাড়ি দিয়ে চাপা দেওয়ার প্রতিবাদ করতে গিয়ে, দুষ্কৃতিদের পিস্তলের বাটের ঘায়ে আহত হল প্রতিবাদিরা। ঘটনাটি ঘটেছে ভাটাপাড়ার ২৯ নং ওয়ারডের হিন্দুস্থান কলোনি এলাকায়।

জানা গিয়েছে, গতকাল গভীর রাতে জাইলো গাড়ি করে শ্যামনগর কাপতেপাড়া রোড দিয়ে যাবার সময়, পথের ধারে শুয়ে থাকা সারমেয়দের চাপা দেয় ওই জাইলো গাড়িটি। প্রত্যক্ষদর্শীরা প্রতিবাদ করলে তাদের কে পিস্তলের বাট দিয়ে মারতে থাকে। এমনকি গুলি করে দেওয়ার ও হুমকি দেয়।


আরও পড়ুন--

এরই প্রতিবাদে আজ দীর্ঘক্ষন রাস্তা অবোরোধ করে রাখে এলাকার স্থানীয় মহিলারা থেকে এলাকার নাগরিকরা।

তাদের অভিযোগ প্রশাসন নির্বিকার। দিনকে দিন জগদ্দল এলাকায় দুষ্কৃতিদের দৌরাত্ম বেড়ে চলেছে। তবুও পুলিশের কোন হেলদোল নেই। আতংকে দিন কাটাচ্ছে এলাকার বাসিন্দারা। দুই মাস আগেও দুষ্কৃতিরা গুলি করে এক যুবককে। এরপর আবারও এমন ঘটনায় ক্ষোভে ফুসছে এলাকার বাসিন্দারা।


আরও দেখুন--




Tags-  #Bongaon #Samachar #Bongaon Samachar #Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma Samacar #Bongaon News #Today News #Today Bongaon News #bongaon news today live, #bongaon bengali news, #bongaon khabar, #bongaon samachar, #samachar bongaon,

Post a Comment

Previous Post Next Post