সার্বভৌম সমাচার : লকডাউনে দেশে কত পরিযায়ী শ্রমিকের মারা গিয়েছেন বা কত পরিযায়ী শ্রমিক কাজ হারিয়েছেন, কেন্দ্রের কাছে তার কোনও তথ্য নেই। সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় শ্রম ও নিয়োগমন্ত্রক এই কথা জানিয়েছে।
মন্ত্রক জানিয়েছে, পরিযায়ী শ্রমিকদের মধ্যে বিনামূল্যে রেশন দেওয়ার রাজ্যওয়ারি কোনও হিসেবও তাদের হাতে নেই। লকডাউনে হাজার হাজার শ্রমিক মারা গিয়েছেন বলে কোনো খবরও তাদের কাছে নেই।
আরও পড়ুন--
করোনা মহামারীর প্রকোপ আন্দাজ করতে সরকার কি ব্যর্থ হয়েছিল, এই প্রশ্নের জবাবে মন্ত্রকের বক্তব্য, কেন্দ্র ও রাজ্য সরকার, স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাকর্মী সহ বিভিন্ন পরিষেবায় যুক্তদের মাধ্যমে সরকার করোনা মোকাবিলা করেছে। নভেম্বর পর্যন্ত ৮০ কোটি মানুষ অতিরিক্ত ৫ কেজি গম বা চাল এবং ১ কেজি ডাল বিনা পয়সায় পাচ্ছেন।
আরও দেখুন--
Tags- #Bongaon #Samachar #Bongaon Samachar
#Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma Samacar #Bongaon News #Today News
#Today Bongaon News #bongaon news today live, #bongaon bengali news, #bongaon
khabar, #bongaon samachar, #samachar bongaon,