সার্বভৌম সমাচার : ভোজন পিপাষু বাঙালিদের জন্য সুখবর l ফের পাতে পড়তে চলেছে পদ্মার ইলিশ। গত বারের মত এবারও পদ্মার ইলিশ এসে পৌঁছাল পেট্রাপোলে। আবারও পদ্মার ইলিশের স্বাদ নেবে বাঙালি।
গত ২০১২ সালে ইলিশ এক্সপোর্ট বন্ধ করে দেয় বাংলাদেশ সরকার l এরপর দীর্ঘ সাত বছর পরে ২০১৯ সালের বাঙালির সেরা উৎসব দুর্গাপূজা উপলক্ষে ৫০০ টন ইলিশ পাঠিয়েছিলো হাসিনার সরকার l
আরও পড়ুন--
চাকরীর বিজ্ঞাপনে 'বাংলা ভাষা'কে অন্তর্ভুক্ত না করায় প্রতিবাদ জানালো 'সক্রিয়পন্থী প্রবীণ নাগরিক মঞ্চ'
সুত্রে খবর, এবারও বাংলাদেশ সরকার ভারতে ১৫০০ টন ইলিশ মাছ রপ্তানি করবার সিদ্ধান্ত নিয়েছে। আর সেই মতই সোমবার রাতে পেট্রাপোল দিয়ে ভারতে প্রবেশ করল ইলিশ বোঝাই দুটি ট্রাক l আপাতত দুটি ট্রাকে ১২ টন ইলিশ এসে পৌছাল ভারতে l
আরও দেখুন--
Tags- #Bongaon #Samachar #Bongaon Samachar
#Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma Samacar #Bongaon News #Today News
#Today Bongaon News #bongaon news today live, #bongaon bengali news, #bongaon
khabar, #bongaon samachar, #samachar bongaon,