সার্বভৌম সমাচার : বর্তমানে দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম শিল্পের সাথে যুক্ত শ্রমিক কর্মচারীরা আজ অসহায় পরিস্থিতির মধ্যে দিন গুজরান করছে। এরইমধ্যে উত্তরবঙ্গের বৃহত্তম এই শিল্পকে ক্রমশ বেসরকারিকরনের দিকে নিয়ে যেতে চলেছে সরকার।
এই অবস্থায় শিল্প ও শ্রমিক কর্মচারীদের স্বার্থে আন্দোলনে নেমেছে সিটু অনুমোদিত “নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়ন” এর রায়গঞ্জ ডিভিশনের শ্রমিক কর্মচারীরা। তাদের দাবি উত্তরবঙ্গের বৃহত্তম এই শিল্প প্রতিষ্ঠানকে বেসরকারিকরন করা চলবেনা, সংস্থার সমস্ত অস্থায়ী কর্মীদের অবিলম্বে স্থায়ীকরন করতে হবে, স্থায়ীকরন না হওয়া পর্যন্ত সমস্ত অস্থায়ী কর্মীদের নুন্যতম ২১ হাজার টাকা বেতন প্রদান করতে হবে।
এরকম দাবিসহ মোট ১৬ দফা দাবি নিয়ে বুধবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের রায়গঞ্জ ডিভিশনে ডেপুটেশন বিক্ষোভ কর্মসূচি পালন করল সংস্থার বামপন্থী শ্রমিক সংগঠন “নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়ন”।
আরও দেখুন--
এই অবস্থায় শিল্প ও শ্রমিক কর্মচারীদের স্বার্থে আন্দোলনে নেমেছে সিটু অনুমোদিত “নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়ন” এর রায়গঞ্জ ডিভিশনের শ্রমিক কর্মচারীরা। তাদের দাবি উত্তরবঙ্গের বৃহত্তম এই শিল্প প্রতিষ্ঠানকে বেসরকারিকরন করা চলবেনা, সংস্থার সমস্ত অস্থায়ী কর্মীদের অবিলম্বে স্থায়ীকরন করতে হবে, স্থায়ীকরন না হওয়া পর্যন্ত সমস্ত অস্থায়ী কর্মীদের নুন্যতম ২১ হাজার টাকা বেতন প্রদান করতে হবে।
আরও পড়ুন--
এরকম দাবিসহ মোট ১৬ দফা দাবি নিয়ে বুধবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের রায়গঞ্জ ডিভিশনে ডেপুটেশন বিক্ষোভ কর্মসূচি পালন করল সংস্থার বামপন্থী শ্রমিক সংগঠন “নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়ন”।
আরও দেখুন--
Tags- #Bongaon #Samachar #Bongaon Samachar
#Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma Samacar #Bongaon News #Today News
#Today Bongaon News #bongaon news today live, #bongaon bengali news, #bongaon
khabar, #bongaon samachar, #samachar bongaon,