সার্বভৌম সমাচার : কাঁথি পৌরসভা দারুয়া লাগাহাট এলাকা থেকে এক রক্তাক্ত অবস্থায় যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলো স্থানীয় বাসিন্দারা। রবিবার দুপুরে ওই যুবককে রক্তাক্ত অবস্থায় ঘুরতে দেখে এলাকার স্থানীয় বাসিন্দারা।
ওই যুবককে সারা শরীরে রক্তের দাগ দেখতে পান। এই ঘটনার পর গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কোনরকমে ওই যুবককে উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে পাঠায় স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি খবর দেন কাঁথি থানার পুলিশকে।
আরও পড়ুন--
ঘটনা জানতে পারে হাসপাতালে আসে কাঁথি থানার পুলিশ। ওই যুবক কাঁথি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। পুলিশের জিজ্ঞাসাবাদে জানায় ওই যুবক নাম দেবাশিস সরকার, তার বাড়ি কলকাতা।
কি করে এখানে এখানে এলো পুলিশকে জানাতে পারেনি ওই যুবক। ওই যুবক মানসিক ভারসাম্যহীন বলে পুলিশের প্রাথমিক অনুমান। ওই যুবকের পরিবারের সদস্য সঙ্গে যোগাযোগ শুরু করেছেন বলে পুলিশ বলে জানা গিয়েছে। যদিও এ বিষয়ে কাঁথি থানা পুলিশের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।
আরও দেখুন--
Tags- #Bongaon #Samachar #Bongaon Samachar
#Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma Samacar #Bongaon News #Today News
#Today Bongaon News #bongaon news today live, #bongaon bengali news, #bongaon
khabar, #bongaon samachar, #samachar bongaon,