সার্বভৌম সমাচার : পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা এবারও আইপিএল দেখতে পাবেন না। বাদ চিনও। দুনিয়ার প্রায় ১২০টি দেশে আইপিএলের লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থা হলেও পাকিস্তানের কোনও সংস্থার সঙ্গে চুক্তি করেনি স্টার স্পোর্টস।
জানা গিয়েছে, স্টার স্পোর্টস এবং তাঁদের সহযোগীরা মোট ১২০টি দেশ আইপিএল লাইভ সম্প্রচার করবে। সর্বত্র টেলিভিশন সম্প্রচার সম্ভব না হলেও অ্যাপের মাধ্যমে তা লাইভ স্ট্রিম করা যাবে। অস্ট্রেলিয়া, ব্রিটেন, দক্ষিণ পূর্ব এশিয়া, আফ্রিকা, কানাডা, আমেরিকা এবং ইউরোপের বেশ কয়েকটি দেশে আইপিএল সম্প্রচার করা হবে। তবে বাদ পড়েছে পাকিস্তান।
এদেশে স্টার স্পোর্টসের একাধিক চ্যানেলে দেখা যাবে আইপিএল। সুত্রে খবর, মোট সাতটি ভাষায় শোনা যাবে কমেন্ট্রি। আর ভারতে আইপিএলে লাইভ স্ট্রিম করবে ডিজনি+ হটস্টার। ইংরেজি, হিন্দি ছাড়াও মোট ৯টি ভারতীয় ভাষায় তা দেখতে পাবেন ভারতের দর্শকরা। অন্য দেশে স্কাই স্পোর্টস, ফক্স স্পোর্টস-সহ একাধিক চ্যানেলের সঙ্গে স্টারের চুক্তি হয়েছে।
আরও দেখুন--
আরও পড়ুন--
জানা গিয়েছে, স্টার স্পোর্টস এবং তাঁদের সহযোগীরা মোট ১২০টি দেশ আইপিএল লাইভ সম্প্রচার করবে। সর্বত্র টেলিভিশন সম্প্রচার সম্ভব না হলেও অ্যাপের মাধ্যমে তা লাইভ স্ট্রিম করা যাবে। অস্ট্রেলিয়া, ব্রিটেন, দক্ষিণ পূর্ব এশিয়া, আফ্রিকা, কানাডা, আমেরিকা এবং ইউরোপের বেশ কয়েকটি দেশে আইপিএল সম্প্রচার করা হবে। তবে বাদ পড়েছে পাকিস্তান।
এদেশে স্টার স্পোর্টসের একাধিক চ্যানেলে দেখা যাবে আইপিএল। সুত্রে খবর, মোট সাতটি ভাষায় শোনা যাবে কমেন্ট্রি। আর ভারতে আইপিএলে লাইভ স্ট্রিম করবে ডিজনি+ হটস্টার। ইংরেজি, হিন্দি ছাড়াও মোট ৯টি ভারতীয় ভাষায় তা দেখতে পাবেন ভারতের দর্শকরা। অন্য দেশে স্কাই স্পোর্টস, ফক্স স্পোর্টস-সহ একাধিক চ্যানেলের সঙ্গে স্টারের চুক্তি হয়েছে।
আরও দেখুন--
Tags- #Bongaon #Samachar #Bongaon Samachar
#Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma Samacar #Bongaon News #Today News
#Today Bongaon News #bongaon news today live, #bongaon bengali news, #bongaon
khabar, #bongaon samachar, #samachar bongaon,