ভালুক যখন মুখোমুখি

ভালুক যখন মুখোমুখি

সার্বভৌম সমাচার : হঠাৎ যদি একটি ভালুক আপনার মুখোমুখি হয় তবে কী হতে পারে? ভাবতে একটু সময় লাগবে, তাই তো? কিন্তু তার থেকেও তীব্র গতিতে যে ভিভিওটি ভাইরাল হয়েছে সেটি আগে দেখে নিন-




এক ফেসবুক ইউজার এই ভিডিওটি আপলোড করেছেন। ছবিতে দেখা গিয়েছে এক ব্যক্তি পুলসাইডে বিশ্রাম নিচ্ছেন। প্রায় গভীর ঘুমেই আচ্ছন্ন হয়ে পড়েছেন তিনি। ঠিক সেই সময়ে একটি ভাল্লুক পুলের সামনে এসে জল খেয়ে চলে যাওয়ার সময় ওই ঘুমম্ত ব্যক্তির পায়ের কাছে গিয়ে তাকে দেখার চেষ্টা করে।

আরও পড়ুন--



যখন ভাল্লুকটি তার জুতোর কাছে নাক ঠেকিয়ে গন্ধ শোঁকার চেষ্টা করছিল ঠিক সেই সময় আচমকাই ঘুম ভেঙে যায় ওই ব্যক্তির। তিনি তড়িঘড়ি উঠে বসতেই ভাল্লুক আর কোনওদিকে না তাকিয়ে প্রাণপণে দে ছুট। ডন বেটি নামে একজন ফেসবুক ইউজার এই ভিডিওটি আপলেড করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে গিয়েছে। মজার এই ভিডিওটি নিয়েই এখন নেটিজেনরা মেতে রয়েছে।


আরও দেখুন--




Tags-  #Bongaon #Samachar #Bongaon Samachar #Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma Samacar #Bongaon News #Today News #Today Bongaon News #bongaon news today live, #bongaon bengali news, #bongaon khabar, #bongaon samachar, #samachar bongaon,

Post a Comment

Previous Post Next Post