এবারে জয়া বচ্চনকে আক্রমণ করলেন কঙ্গনা

এবারে জয়া বচ্চনকে আক্রমণ করলেন কঙ্গনা

সার্বভৌম সমাচার : এবারে জয়া বচ্চনকেও আক্রমণ করলেন কঙ্গনা। সম্প্রতি বিজেপি সাংসদ অভিনেতা রবি কিষণ বলেছিলেন, বলিউডে মাদক চক্রের যোগ আছে। আর তাঁর বিরুদ্ধে সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন বলেন, যে, যে থালায় খাচ্ছো তাকেই ছিদ্র করছো?

এরপর রবি কিষণ অবশ্য প্রবীণ অভিনেত্রী জয়া বচ্চনের কথার কোন প্রতিবাদ বা মন্তব্য করেননি| কিন্তু জয়াকে তীব্র আক্রমণ করে বসলেন বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাউত।



আরও পড়ুন--

কঙ্গনা টুইট করে বলেছেন, “আপনার মেয়ে শ্বেতাকে যদি কেউ কৈশোরে মারধর করতো অথবা শ্লীলতাহানি করত তবে কি জয়াজি এমন কথা বলতে পারতেন? যদি অভিষেককে ক্রমাগত আক্রমণ করা হতো বা তাঁকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যেত তাহলে কী বলতেন জয়াজি”?

এরপরই কঙ্গনার এই টুইটের বিষয় নিয়ে প্রবল ক্ষোভ প্রকাশ করেছেন বলিউডের কলাকুশলীরা। তবে এখনও পর্যন্ত মুখ খোলেননি অমিতাভ বচ্চন।


আরও দেখুন--




Tags-  #Bongaon #Samachar #Bongaon Samachar #Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma Samacar #Bongaon News #Today News #Today Bongaon News #bongaon news today live, #bongaon bengali news, #bongaon khabar, #bongaon samachar, #samachar bongaon,

Post a Comment

Previous Post Next Post