তৃণমূল নেতার কথামতো কাজ করতে রাজি না হওয়ায় বিজেপির পঞ্চায়েত প্রধানের স্বামীকে ব্যাপক মারধর তৃণমূল নেতা

তৃণমূল নেতার কথামতো কাজ করতে রাজি না হওয়ায় বিজেপির পঞ্চায়েত প্রধানের স্বামীকে ব্যাপক মারধর তৃণমূল নেতা

সার্বভৌম সমাচার : বিজেপি পরিচালিত প্রধানকে নিজ স্বার্থে বেআইনি কাজ করতে চাপ তৃণমূল নেতার। তৃণমূল নেতার কথামতো কাজ করতে রাজি না হওয়ায় বিজেপি পরিচালিত পঞ্চায়েত প্রধানের স্বামীকে ব্যাপক মারধর তৃণমূল নেতার। তাও আবার একেবারে সরকারি দপ্তরের ভেতরে। অভিযুক্ত তৃণমূল নেতার নাম রাজকুমার মন্ডল। তিনি তৃণমূল পরিচালিত মানিকচক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের স্বামী এবং এলাকার দাপুটে তৃণমূল নেতা।

অভিযোগ, সোমবার সন্ধ্যায় মানিকচক বি এল আর ও অফিসের ভেতরে বিজেপি পরিচালিত নাজির পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পম্পা সরকারের স্বামী গোস্বামী কে ব্যাপক মারধর করে । ঘটনাস্থলে উপস্থিত ছিলেন নাজির পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পম্পা সরকার ও। তাকেও হেনস্থা করা হয় বলে অভিযোগ ।



আরও পড়ুন--

প্রধানের অপরাধ দাপুটে তৃণমূল নেতা রাজকুমার মন্ডল এর কথা মতো তার এলাকার ১০০ দিনের কাজের মাস্টাররোলে সই করেননি প্রধান। প্রধান পম্পা সরকার সাফ জানিয়েছিলেন বেআইনিভাবে মাস্টার রোলে তিনি কোনমতে সই করবেন না । আর তারই মাশুল গুনতে হলো প্রধানের স্বামীকে। একেবারে জনসমক্ষে চলল মারধর ।

কেন মাস্টার রোলে সই করেনি প্রধান এই অভিযোগ তুলে রাজকুমার মন্ডল সহ বেশ কয়েকজন চড়াও হয় বিজেপি প্রধানের স্বামী সুজয় গোস্বামীর উপর। চলে মাটিতে ফেলে ব্যাপক চড়, ঘুষি ,লাথি ।পরে স্থানীয় মানুষজন উদ্ধার করে প্রধানের স্বামীকে ।মার ধরে ব্যাপক আহত হয় প্রধানের স্বামী ।

আহত প্রধানের স্বামীকে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেন কর্তব্যরত চিকিৎসকরা। ঘটনার বিবরণ জানিয়ে রাজকুমার মন্ডল সহ দুই জনের বিরুদ্ধে মানিকচক থানায় অভিযোগ দায়ের করে নাজির পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পম্পা সরকার।


আরও দেখুন--




Tags-  #Bongaon #Samachar #Bongaon Samachar #Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma Samacar #Bongaon News #Today News #Today Bongaon News #bongaon news today live, #bongaon bengali news, #bongaon khabar, #bongaon samachar, #samachar bongaon,

Post a Comment

Previous Post Next Post