সার্বভৌম সমাচার, ঝাড়গ্রাম : গত ৪ জুলাই কুলতলির মৈপীঠে দলের জেলা কমিটির সদস্য সুধাংশু জানাকে যারা হত্যা করেছিল এবং তার পরবর্তী সন্ত্রাসে শতাধিক বাড়ি ও দোকান যারা পুড়িয়ে দিয়ে লুঠ করেছিল তাদের গ্রেফতার ও শাস্তির দাবিতে ১৫ সেপ্টেম্বর রাজ্যব্যাপী 'মৈপীঠ সংহতি দিবস' পালন করলো এসইউসিআই। সেইমত ঝাড়গ্রামের পাঁচমাথামোড়ে এসইউসিআই ঝাড়গ্রাম জেলা কমেটির পক্ষ থেকে পালিত হল মৈপীঠ সংহতি দিবস।
সে সময় স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, রাতে স্থানীয় তৃণমূল নেতা অশ্বিনী মান্নার নেতৃত্বে কুলতলির মৈপীঠ এলাকায় এসইউসির কর্মী সমর্থকদের বাড়িতে ও দোকানে হামালা চালানো হয়। ঘটনার সময় স্থানীয় লোকজন অশ্বিনী মান্নাকে ধরে ফেলে। দাবী করা হয়,এরপরই স্থানীয় মানুষেরা পাল্টা হামলা চালিয়ে গণপিটুনি দিয়ে মেরে ফেলে অশ্বিনী মান্নাকে।
আরও পড়ুন--
ওই ঘটনার পর আজ ফের তৃণমূল বাহিনী বাড়ি ও দোকানে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ ওঠে। এমনকি এমএসইউসিআই-এর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সুধাংশু জানাকে খুন করে বাড়িতে ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছিল। অন্যদিকে অভিযোগ অস্বীকার করে তৃণমূল। তাদের দাবি, অশ্বিনী মান্নাকে গুলি করে খুন করেছে এসইউসি।
আরও দেখুন--
Tags- #Bongaon #Samachar #Bongaon Samachar
#Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma Samacar #Bongaon News #Today News
#Today Bongaon News #bongaon news today live, #bongaon bengali news, #bongaon
khabar, #bongaon samachar, #samachar bongaon,