ট্রাকের ধাক্কায় মৃত দম্পতি, বিক্ষোভ, গাড়ি ভাঙচুর

ট্রাকের ধাক্কায় মৃত দম্পতি, বিক্ষোভ, গাড়ি ভাঙচুর

সার্বভৌম সমাচার : ট্রাকের ধাক্কায় স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনায় বিক্ষোভ করে কয়েকটি গাড়িতে ভাঙচুর চালাল ক্ষুদ্ধ বাসিন্দারা।সোমবার রাত সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার চালকি স্কুল মোড় এলাকার বনগাঁ চাকদা সড়কে৷ ঘটনাস্থলে পুলিশ এসে মৃত দেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়।

পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম বিশ্বজিৎ সরদার (২৫) ও স্ত্রী রিয়া সরদার (১৯)। বাড়ি গোপালনগর থানার নতুনগ্রাম এলাকায়।দুজনেই বনগাঁর একটি শপিং মলে কর্মরত।


আরও পড়ুন--

স্থানীয়রা জানিয়েছে, এদিন রাতে কাজ সেরে স্বামী-স্ত্রী বনগাঁ থেকে বাইকে করে বাড়ি ফিরছিল।চালকি স্কুল মোড়ে এসে দাড়িয়েছিল রাস্তা পার হ্ওয়ার জন্য। অভিযোগ সে সময় একটি ট্যা ঙ্কার (ট্রাক) পেছন থেকে ধাক্কা মারে। গাড়ি থেকে ছিটকে পড়ে দম্পতি।এরপর ওই ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।


আরও দেখুন--




Tags-  #Bongaon #Samachar #Bongaon Samachar #Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma Samacar #Bongaon News #Today News #Today Bongaon News #bongaon news today live, #bongaon bengali news, #bongaon khabar, #bongaon samachar, #samachar bongaon,

Post a Comment

Previous Post Next Post