কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে মছলন্দপুর ১ অঞ্চল তৃণমূল কংগ্রেসের পথসভা

কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে মছলন্দপুর ১ অঞ্চল তৃণমূল কংগ্রেসের পথসভা

সার্বভৌম সমাচার : রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে ও কেন্দ্রের কাছে রাজ্যের পাওনা জিএসটি, আমপানের ক্ষতিপূরণ, কোভিড-১৯ মোকাবিলার ন্যায্য অর্থ এবং বকেয়া ৫৪০০০ কোটি টাকা আদায়ের দাবিতে রাজ্যের অন্যান্য জেলার মতো উত্তর ২৪ পরগনা জেলার মছলন্দপুর ১ অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মছলন্দপুর তিন রাস্তার মোড়ে এক পথসভা অনুষ্ঠিত হয়।

এছাড়া এদিনের সভায় তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অজিত সাহা-র হাত ধরে বিজেপি থেকে প্রায় ১০০ জন তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। তৃণমূলের সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদের জন্য গত ৮, ১৪ ও ২০ সেপ্টেম্বর কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। তাই ১৪ তারিখের সভা থেকে কেন্দ্রীয় সরকারের প্রতি জেহাদ ঘোষণা করেন হাবরা ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি অজিত সাহা। তিনি বলেন, দেশের উন্নয়নের কোনও দেখা নেই।

উপরন্তু, নরেন্দ্র মোদীর আমলে ২৩টি রাষ্ট্রায়ত্ত সংস্থা বেসরকারি সংস্থার হাতে বিক্রি করে দিয়েছে। দেশের লোক করোনায় আক্রান্ত কিন্তু তিনি ময়ূরকে খাবার দিচ্ছে, সেই ছবি আবার ফলাও করে সোস্যাল মিডিয়ায় ট্যুইট করছেন। ভারতবর্ষের একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন বিনামূল্যে রেশনের ব্যবস্থা করা হবে। ২২০ থেকে ২৩০টি আসন নিয়ে আবার একুশে ক্ষমতায় আসবে। কারণ সকল মানুষ আমাদের সঙ্গে আছেন। উন্নয়নের সমীকরণে মানুষের জন্য কাজ করে যাব।



আরও পড়ুন--

এই কর্মসূচিতে অংশ নেন মছলন্দপুর ১নং গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপস কুমার ঘোষ, অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি বাবলু চক্রবর্তী, জেলা পরিষদের সদস্যা অনিতা রায়, পঞ্চায়েত সমিতির সদস্যা শীলা দাস, নীলিমা মল্লিক, অঞ্চলের যুব সভাপতি বিদ্যুৎ চ্যাটার্জি, ছাত্র পরিষদের সভাপতি শংকর দাস, পঞ্চায়েতের সদস্য ও সদস্যরা সহ সকল কর্মী ও সমর্থকরা।

তাপস বাবু বলেন, এই ব্লকের বিজেপির কোনও নেতা কিংবা সদস্যরা অতিমারীর সময়ে বা আমপান ঝড়ের পর গ্রামে গ্রামে ঘুরে মানুষের পাশে তো দাঁড়াতে দেখা যায়নি। কিন্তু মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রাজ্যের মানুষের মধ্যে ছুটে গিয়েছেন।

তাঁর সহযোগী যোদ্ধারা তাঁরই নির্দেশে মানুষের দুঃখ, দুর্দশায় পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে চলেছেন। রাজ্য তার সাধ্যমতো দুঃস্থ অসহায়দের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি স্বাস্থ্য পরিষেবার দিকেও নজর দিয়ে চলেছে। দুর্ভাগ্যের বিষয়, কেন্দ্রের বঞ্চনা ও অসহযোগিতা সমান তালে এগিয়ে চলেছে।


আরও দেখুন--




Tags-  #Bongaon #Samachar #Bongaon Samachar #Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma Samacar #Bongaon News #Today News #Today Bongaon News #bongaon news today live, #bongaon bengali news, #bongaon khabar, #bongaon samachar, #samachar bongaon,

Post a Comment

Previous Post Next Post